Dakhineswar Kali Mandir : রটন্তী কালীপুজো উপলক্ষে দক্ষিণেশ্বরে বিশেষ আয়োজন, সকাল থেকে ভিড় ভক্তদের – dakshineswar kali mandir celebrated in ratanti kali puja 2023


West Bengal News : গতকাল শুক্রবার ছিল মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি। সেই দিনই ছিল রটন্তী কালী পুজো (Ratanti Kali Puja)। দক্ষিণেশ্বরে (Dakhineswar) মা ভবতারিণীর মন্দিরে মহা ধুমধাম করে পালিত হয় রটন্তী কালী পুজো (Ratanti Kali Puja)। ১৬০ বছরের পুরনো এই মন্দিরের সুদীর্ঘ যাত্রা পথে তিনটি কালীপুজো খুব বিখ্যাত। এই তিনটি কালী পুজো খুব ধূম ধাম করে বিশেষ ভাবে পালিত হয় দক্ষিণেশ্বরে (Dakhineswar)। দীপান্বিতা কালীপুজো, ফলহারিনি অমাবস্যার কালী পুজো এবং মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশী তিথির রটন্তী কালীপুজো। রটন্তী কালীপুজো অমাবস্যায় হয় না, বরং অমাবস্যার আগের দিন চতুর্দশী তিথিতে হয়ে থাকে। রটে যাওয়া থেকে এই কালীপুজোর উৎপত্তি বলে এর নাম রটন্তী কালীপুজো। অনেকে বাড়িতেও করে থাকেন রটন্তী কালীপুজো।

Makar Sankranti 2023: মকর সংক্রান্তিতে সূর্যের প্রথম আলো পড়ে মধ্যপ্রদেশের এই সূর্য মন্দিরে
শুক্রবার গোধূলি বেলায় দক্ষিণেশ্বরে গঙ্গা আরতির (Ganga Aarti) বিশেষ আয়োজন করে মন্দির কর্তৃপক্ষ। সেখানে শাস্ত্রীয় সংগীত ভক্তিগীতি প্রভৃতির মাধ্যমে করা হয় মাতৃ বন্দনা। দক্ষিণেশ্বরে আগে থেকেই গঙ্গা আরতির (Ganga Aarti) প্রচলন ছিল, তবে গতকাল বিশেষভাবে আয়োজন করে মন্দির কর্তৃপক্ষ। শুক্রবার গোধূলি বেলায় পুরুষ ও মহিলার একটি দল মন্ত্র উচ্চারণের মাধ্যমে করে মাতৃ বন্দনা। তার সঙ্গে সঙ্গে হয় গঙ্গা মায়ের আরতি।

Belur Math: ৫৬ রকমের কেক-লজেন্স, মিষ্টিতে যিশু পুজো বেলুড় ও রামকৃষ্ণ মঠে
গোধূলি বেলায় গঙ্গা আরতির পর মন্দির প্রাঙ্গনে সন্ধ্যায় বিশেষ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারপর রাত সাড়ে নটা থেকে শুরু হয় রটন্তী কালী পুজো, তাই মন্দির প্রাঙ্গণ কে বিশেষভাবে সাজানো হয়েছিল। তবে ভক্তদের জন্য রাতে মন্দির চত্বর খোলা ছিল না, মন্দিরের মূল প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয়েছিল।

Dakshineswar Temple : দক্ষিণেশ্বর: হিসেব-তদন্তের দাবিতে মামলা
শ্রী রামকৃষ্ণ দেবের পথ স্মরণ করে এই দিনের এই পূজা অনুষ্ঠিত হয় মন্দির প্রাঙ্গণে। অনুষ্ঠানে উৎসাহী মানুষের ভিড় ও ভক্ত সমাগম ছিল চোখে পড়ার মতন। এই বিষয়ে দক্ষিণেশ্বর মন্দির ট্রাস্টি বোর্ডের সম্পাদক কুশল চৌধুরী বলেন, “মন্দিরে গঙ্গারতি দীর্ঘদিন ধরে হয়ে থাকে। গোধূলি লগ্নে হয়। আমরা এই আরতিটাকেই আরও বড় আকারে মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে করার ব্যবস্থা করেছি। ১৬০ বছরের সুদীর্ঘ যাত্রা পথে তিনটে কালীপূজো হয়। দীপান্বিতা, ফলহারিনি আর রটন্তী কালীপূজা হয়। আমরা মাতৃ বন্দনা করব। কোভিড পরিস্থিতির আগে এই ধরনের অনুষ্ঠান হয়েছিল, আবার আজ থেকে চালু হয়েছে। তেজেন্দ্র নারায়ণ মজুমদার, সুনীল ওয়াকারজি থাকছেন। গঙ্গার বান চলে যাওয়ার পরপর পুজো শুরু করব।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *