Didir Doot : স্কুল পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজ, মিড-ডে মিল চাখলেন ‘দিদির দূত’ পঞ্চায়েত মন্ত্রী – west bengal panchayat minister pradip majumder tastes mid day meal in durgapur


West Bengal Local News: শাকসবজি এবং ফল উৎপাদনের ক্ষেত্রে দেশে অন্যান্য রাজ্যের তুলনায় প্রথম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ, শুক্রবার কাঁকসার আমলা জোড়া অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে জনসংযোগে বেরিয়ে এমনটাই দাবি করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী তথা দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার (Pradip Majumder)। মন্ত্রী জানিয়েছেন, মাথার ঘাম পায়ে ফেলে ফসল উৎপাদন করে কৃষকরা, সেই কারণে তাদের উপযুক্ত দাম পাওয়া উচিত। তিনি জানিয়েছেন, কৃষকদের কথা মাথায় রেখেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ মত এখানে যত উৎপাদন বৃদ্ধি পাবে সেখানে দ্রুত সরকারিভাবে সেই ফসল ক্রয় করার ব্যবস্থা করেবে। সেই কারণেই সুফল বাংলা হাব নির্মাণের পরিকল্পনা নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। পঞ্চায়েত ভোটের আগে মিড ডে মিলে মাংস ও ফল দেওয়ার জন্য অতিরিক্ত ৩৭২ কোটি টাকা বরাদ্দ করেছি রাজ্য সরকার। তারপর মিডে মিলে খাবারের গুণগত মান নিয়ে একাধিক জায়গায় প্রশ্ন উঠেছে। দলীয় কর্মসূচির প্রচারে বেরিয়ে মিড-ডে মিলের খাবারও খেতে দেখা যায় রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীকে।

Malda News : মিড ডে মিলের ‘মান’ ফেরাতে আসরে মন্ত্রী, চেখে দেখলেন পড়ুয়াদের খাবার
প্রদীপ মজুমদার বলেন, ‘সরকার কৃষকদের পাশে থাকার চেষ্টা করছে। পতিত জমি চাষযোগ্য করে দিচ্ছে সরকার। ফসলের উৎপাদনও রাজ্যে বাড়ানো হচ্ছে। শাকসবজি উৎপাদনে গোটা দেশে প্রথম স্থানে পশ্চিমবঙ্গ। সরকার যদি বিপননের ব্যবস্থা না করে তবে কৃষকদের সমস্যা হবে। সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, যেখানে উৎপাদন বৃদ্ধি পাবে সেখানে সরকারে কৃষি বিপনন দফতর ন্যায্য মূল্যে কৃষকদের কাছ থেকে সবজি কিনে সুফল বাংলা ব্র্যান্ডের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। সবথেকে বড় কথা কৃষকরা উৎপাদিত ফসলের যোগ্যদাম পাবে।’

Siliguri News : মেনুতে মুরগির মাংস-ফল! নয়া স্বাদের মিড-ডে মিলের জেরে শিলিগুড়ির স্কুলগুলিতে পড়ুয়াদের ভিড়
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দলীয় প্রচার চলাকালীন স্থানীয় একটি স্কুলে ঢুকে পড়েন পঞ্চায়েত মন্ত্রী। সেখানে তখন পড়ুয়াদের জন্য মিড-ডে মিল রান্না করা হচ্ছিল। তখনই পড়ুয়াদের সঙ্গে দুপুরে আহার সারার ইচ্ছে প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার এই গুরুত্বূপূর্ণ সদস্য। সটান পড়ুয়াদের পাশেই খেতে বসে পড়েন তিনি। মিড-ডে মিলে খাবারের মান নিয়ে একাধিক জায়গা থেকে অভিযোগ। খাবারের মান পরীক্ষার জন্যই মন্ত্রীর মিডে-ডে মিল চেখে দেখেন বলে জানিয়েছেন স্থানীয় তৃণমূলকর্মীরা। মধ্যাহ্নভোজ করার সময় খুদে পড়ুয়াদের সঙ্গে কথা বলতেও দেখা যায় পঞ্চায়েতন মন্ত্রীকে। দিদির সুরক্ষা কবচের প্রচারে বেরিয়ে একাধিক নেতা-মন্ত্রীকে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। কিন্তু, শুক্রবার এমন কোনও ছবি দেখতে পাওয়া যায়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *