East Medinipur News : ‘দেখবি যদি আয় চলে..’ গানের সুরেই ক্রেতা টানেন কোলাঘাটের ফুল কাকু – east medinipur kolaghat flower seller sells by singing song


East Medinipur News: ‘দেখবি যদি আয় চলে, কোলাঘাটের ফুলের বাজারে…’, মেঠো সুরে ক্রেতাদের মাতিয়ে তোলেন তিনি। ফুলের মিষ্টি সৌরভের সঙ্গে তাঁর গানের কলি মন ভোলায় ক্রেতাদের। বাদাম কাকু, মাখা কাকুর পর এবার ফুল কাকু ! ফুল বিক্রেতা কোলাঘাট ফুল মার্কেটে (Kolaghat Flower Market) নতুন নতুন গান গেয়ে ফুল বিক্রি করে থাকেন। ওই ফুল বিক্রেতা নিজেই গান রচনা করেন এবং সেই গান ফুল বিক্রি করার সময় গেয়ে ক্রেতাদের মন ভরিয়ে দেন। যে কারণে ফুল ক্রেতারা কোলাঘাট ফুল মার্কেটে গেলে অন্ততপক্ষে তার কাছে একবার পৌঁছে যান গান শোনার তাগিদে। কোলাঘাট ফুল মার্কেটের এমন ফুল বিক্রেতার নাম হল প্রদীপ ঘোষ। তিনি পাঁশকুড়া থানা (Panskura Police Station) এলাকার সাঁকটিগরী গ্রামের বাসিন্দা। ৩০ বছর ধরে তিনি ফুলের ব্যবসা করে আসছেন। ক্রেতাদের চাহিদা মত তিনি বিভিন্ন ধরনের ফুল বিক্রি করে থাকেন আর সেই সকল বিভিন্ন ধরনের ফুল নিয়েই গান রচনা করেন। ফুলের সঙ্গে সঙ্গে আবার তাঁকে ফুলের দাম ইত্যাদি প্রসঙ্গও গানের সঙ্গে জুড়ে দিতে দেখা যায়। বাজারে ফুল কিনতে এসে গান শোনা এ যেন বাড়তি পাওনা। আর সেই বাড়তি পাওনা বাজারে আসা ক্রেতাদের থমকে দাঁড়াতে বাধ্য করে।

East Medinipur News : ফল-ফুলের পসরা সাজিয়ে পাঁশকুড়ায় শুরু নতুন হাট, হাসি চাষিদের মুখে
সোশ্যাল মিডিয়ায় (Social Media) অনেককেই নানাভাবে ভাইরাল হতে দেখা গিয়েছে। এবার কোলাঘাটের এক ফুল বিক্রেতা ধরা পড়ল আমাদের ক্যামেরায়। জিনিসপত্রের দামের পাশাপাশি বেড়েছে ফুলের দামও। যে কারণে বাজারে ফুল কিনতে যাওয়া মানেই একটু বেশি টাকা খসাতে হচ্ছে ক্রেতাদের। আর পাঁচটা ফুল বিক্রেতার থেকে ফুল কেনার জায়গায় এমন এক ফুল বিক্রেতার সন্ধান মিলেছে, যার কাছে গান শুনেই পয়সা উসুল।

Photography Award : ফটোগ্রাফি প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্বের শিরোপা, তাক লাগাল কোলাঘাটের সৌরভ
বীরভূমের দুবরাজপুর ব্লকের ভুবন বাদ্যকর বাদাম বিক্রি করতেন তার কাঁচা বাদাম গান গেয়ে। বহু মানুষ রয়েছেন যারা সে সময় তাঁর কাছে বাদাম না কিনলেও অন্ততপক্ষে তাঁর গান শোনার জন্য থমকে দাঁড়াতেন। সেই রকমই পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের এমন এক ফুল বিক্রেতার সন্ধান পাওয়া গিয়েছে, যার কাছে ফুল কিনতে গেলে আপনাকে থমকে দাঁড়াতে হবে। তবে প্রদীপবাবু কেবলমাত্র নিজের রচনা করা গান গেয়ে থাকেন এমন নয়, এর পাশাপাশি তিনি পুরনো দিনের বিভিন্ন গানও যে থাকেন নিজের মনের আনন্দে। সহজ সরল প্রদীপ বাবুর এমন আচরণের পরিপ্রেক্ষিতে ক্রেতারা যেমন খুশি হন সেই রকমই আবার তার আশেপাশের বিক্রেতাদেরও মন ভরে যায়। ফুল বিক্রির পাশাপাশি গানের দৌলতে প্রদীপ বাবু এখন কোলাঘাট ফুল মার্কেটের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *