জানা গিয়েছে, সিঙ্গুর থেকে নালিকুল স্টেশনের (Nalikul) মাঝে আগামীকাল রবিবার, অর্থাৎ ২২ জানুয়ারি ও সোমবার অর্থাৎ ২৩ জানুয়ারি দু’দিন ট্রাফিক ও পাওয়ার ব্লক (Power Block) সহ দু’দুদিনের নন ইন্টারলকিং (Non Interlocking) কাজ হবে। সেই কারণে এই দু’দিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ট্রেন চলাচল করবে না।
ইতিমধ্যেই হাওড়া-তারকেশ্বর, হাওড়া-গোঘাট (Howrah Goghat) লাইনে একাধিক আপ ও ডাউন ট্রেন বাতিল করা হয়েছে। শুধুমাত্র এই সময়ে মধ্যে হাওড়া (Howrah) থেকে দিয়াড়া অবধি ৬টা ট্রেন যাতায়াত করবে। অন্যদিকে তারকেশ্বর (Tarakeshwar) থেকে হরিপালের (Haripal) মধ্যে ৬টি ট্রেন যাবে ও ৬টি তারকেশ্বর (Tarakeshwar) ফিরবে। প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল শুক্রবারও একাধিক ট্রেন বাতিল ছিল। তবে তা শিয়ালদহ (Sealdah) শাখায় বাতিল করা হয়। শুক্রবার থেকে সোমবার পর্যন্ত ২৮টি লোকাল ট্রেন বাতিল হয়। রেল লাইনে মেরামতির জন্যই ট্রেন পরিষেবা বাতিল করা হয়েছে বলে খবর রেলের তরফে। এদিকে, কিছুদিন আগেই হাওড়া-তারকেশ্বর (Howrah-Tarakeshwar) মেন লাইনে কৈকালা স্টেশনে রেল লাইনে ফাটল দেখা যায়। তার জেরে দীর্ঘক্ষণ বন্ধ থাকে ট্রেন চলাচল। এই শাখায় আরামবাগ-গোঘাট-হরিপাল-সিঙ্গুরের যাত্রীদের ভিড় থাকে বরাবারই। তারমধ্যেই সেদিনের শুরুতেই ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন অনেকে।
খবর চাউর হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় স্টেশনে থাকা যাত্রীদের মধ্যে। ৭ জানুয়ারি সকালে তারকেশ্বর-হাওড়া ডাউন ট্রেন ছাড়ে ৫:৫০ নাগাদ। ওই ট্রেনটি কৈকালা স্টেশন ছাড়ার পরই লাইনে ফাটল দেখা যায়। মুহূর্তে ফাটলের কথা ছড়িয়ে পড়ে নালিকুল, সিঙ্গুর, হরিপাল, তারকেশ্বর সহ নিকটবর্তী সমস্ত স্টেশনে। বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। প্রা ছুটে আসেন রেল কর্মীরা। জোরকদমে শুরু হয় ফাটল মেরামতির কাজ। পরে পুরোদমে ট্রেন চলাচল শুরু হলেও হাওড়া তারকেশ্বর ডাউন লাইনে অনেকটা সময় দেরিতে চলে ডাউন ট্রেন।