ISF Protest At Esplanade : ইটবৃষ্টির পালটা পুলিশের কাঁদানে গ্যাস! শনিবাসরীয় বিকেলে ধর্মতলায় ধুন্ধুমার – police lathi charge at isf protest in kolkata esplanade bhangar mla naushad siddiqui arrested


শনিবার বিকেলে ISF-এর বিক্ষোভে রণক্ষেত্রের চেহারা নিল ধর্মতলা চত্বর। ISF কর্মীদের হটাতে লাঠিচার্জ করল পুলিশ। মুহুর্মুহু ছোড়া হল কাঁদানে গ্যাসও। টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলে গ্রেফতার করে নিয়ে যাওয়া হল ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে। লাঠিচার্জের প্রতিবাদে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ ওঠে ভাইজান সমর্থকদের বিরুদ্ধে। ধর্মতলায় পুলিশ এবং ISF কর্মীদের মধ্যে বচসার জেরে একাধিক ব্যক্তির আহত হওয়ার খবর। ভাঙা হয়েছে মেট্রো চ্যানেলে পুলিশ পিকেট।

ISF : আরাবুলের গ্রেফতারির দাবিতে ধর্মতলায় অবস্থানে ISF, নাজেহাল জনতা
স্তব্ধ ধর্মতলা

ISF কর্মী সমর্থকদের অবস্থান বিক্ষোভে কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে কলকাতার প্রাণকেন্দ্র। ধর্মতলা চত্বরে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়ার অভিযোগ নওশাদ সিদ্দিকি ও তাঁর দলবলের বিরুদ্ধে। আরাবুল ইসলামের গ্রেফতারের দাবি তুলে ধর্মতলা অচল করে দিয়েছে ISF। এর জেরে দুর্ভোগের শিকার সাধারণ মানুষ। অবরুদ্ধ একাধিক রাস্তা। কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে জানা যাচ্ছে, দীর্ঘক্ষণ হতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে ধর্মতলা চত্বরে। গাড়ি আটকে রয়েছে ডোরিনা ক্রসিং, রানি রাসমণি অ্যাভিনিউ, রেড রোড, জওহরলাল নেহরু রোড, লেনিন সরণি, সেন্ট্রাল অ্যাভিনিউতে। দক্ষিণমুখী গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে বিবি গাঙ্গুলী স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউয়ের একাংশ দিয়ে। উত্তরমুখী গাড়ি ঘোরানো হচ্ছে পার্ক স্ট্রিট ক্রসিং থেকে। অফিস ফেরতা যাত্রীদের নাজেহাল অবস্থা হচ্ছে।

TMC-ISF Clash : ভাঙড়ে অশান্তি অব্যাহত, একে অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছে তৃণমূল-ISF
কী নিয়ে বচসা?

শনিবার প্রতিষ্ঠা দিবসে ট্রাকে করে ধর্মতলায় দলের সমাবেশে যোগদান করতে যাচ্ছিলেন ISF-এর কর্মী সমর্থকরা। হাতিশালা মোড়ে গাড়ি থেকে নেমে দলীয় পতাকা বাঁধতে যান ISF কর্মীরা। সেই সময়ই তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বেধে যায় তাদের। এমনকী তৃণমূলের (Trinamool Congress) একটি পার্টি অফিস জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ISF-র বিরুদ্ধে। এদিকে, ISF কর্মীদের বেধড়ক মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনার জন্য ভাইজানের কর্মী সমর্থকদের নিশানায় আরাবুল ইসলাম।

TMC-ISF Clash : পতাকা লাগানো নিয়ে অশান্তি, TMC-ISF সংঘর্ষে উত্তপ্ত ভাঙড়
গ্রেফতার নওশাদ সিদ্দিকি

ভাঙড়ের ISF বিধায়ক নওসাদ সিদ্দিকি (MLA Nawsad Siddique) বলেন, “পুলিশ চাইলে এই সংঘর্ষের ঘটনা এড়াতেই পারত। আমাদের একের পর এক গাড়িতে তৃণমূল হামলা চালিয়েছে। পুলিশ নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিল। শেষ পর্যন্ত আমাদের সমর্থকদের ধৈর্যের বাঁধ ভাঙে। গাড়ি থেকে নেমে পালটা ধাওয়া করলে তৃণমূলের লোকেরা পালিয়ে যায়। আমাদের সমর্থকরা প্রথম থেকে কোনও ঝামেলার মধ্যে জড়াতে চাননি। প্রথমে তৃণমূল সমর্থকরাই আমাদের কর্মীদের হাতিশালা মোড়ে পতাকা বাঁধতে বাধা দেয়, অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় আমাদের।” এরপরই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়তে দেখা যায় তাঁকে। টেনে হিঁচড়ে তাঁকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *