Kolkata Road Accident : সরশুনায় ভয়াবহ পথ দুর্ঘটনা! লরির চাকায় পিষ্ট মহিলা সিভিক ভলান্টিয়ারের মাথা – women civic volunteer dies in road accident near behala sarsuna area


শনিবার ভোরে মর্মান্তিক পথ দুর্ঘটনার সাক্ষী থাকল শহর কলকাতা (Kolkata Road Accident)। বেপরোয়া গতিতে আসা লরির ধাক্কায় মৃত্যু হল এক মহিলা সিভিক ভলান্টিয়ারের (Civic Volunteer)। ঘটনাটি ঘটেছে বেহালা সরশুনা (Behala Sarsuna) থানা এলাকার রায়দিঘি অঞ্চলে। মৃতের নাম সীমা দাস। জানা গিয়েছে, স্কুটারে স্বামীর পিছনে বসে কর্মস্থলে যাচ্ছিলেন ৪৪ বছর বয়সী ওই সিভিক ভলান্টিয়ার। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুচিপাড়ার দিক থেকে রায়দিঘির দিকে স্কুটি যাচ্ছিল। আচমকাই স্কুটারের ভারসাম্য হারিয়ে ফেলেন চালক। নিয়ন্ত্রণ রাখতে না পারায় মাঝ রাস্তায় স্কুটারটি উলটে যায়। স্বামী-স্ত্রী দু’জনেই রাস্তায় ছিটকে পড়েন। পিছনে থেকে দ্রুতগতিতে আসা একটি লরির চাকা পিষে দিয়ে চলে যায় মহিলা সিভিক ভলান্টিয়ারকে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে তড়িঘড়ি বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Howrah Road accident : বেপরোয়া গাড়ির ধাক্কা টোটোতে, মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু গৃহবধূর
ঠিক কী ভাবে ঘটল এই দুর্ঘটনা?

ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, মুচিপাড়ার দিক থেকে স্কুটিটি চৌরাস্তার দিকে যাচ্ছিল। রায়দিঘির কাছে আচমকাই স্কুটির পিছনে একটি কুকুর তাড়া করে। আর তাতেই স্কুটির ভারসাম্য হারিয়ে ফেলেন চালক। স্বামী স্কুটির নিয়ন্ত্রণ রাখতে না পারায় উলটে যায় সেটি। রাস্তায় ছিটকে পড়েন দু’জনেই। ঠিক সেই সময়ই পিছন থেকে বেপরোয়া গতিতে আসা একটি লরি পিষে দিয়ে চলে যায় মহিলা সিভিক ভলান্টিয়ারকে। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। এই ঘটনার জেরে দীর্ঘক্ষণ ওই এলাকায় যান চলাচল স্তব্ধ হয়ে যায়। পরে অবশ্য ট্রাফিক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Road Accident : বেপরোয়া গাড়ি পিষে দিল ছাত্রকে, প্রতিবাদে লরিতে আগুন ক্ষিপ্ত জনতার
সম্প্রতি বাইকে চেপে ছেলেকে নিয়ে কাজে যাওয়ার সময় ট্রেলারের ধাক্কায় মৃত্যু হয় বাবার। দুর্ঘটনাটি ঘটেছিল উলুবেড়িয়ায় (Uluberia)। জানা যায়, ৫২ বছরের অভিজিৎ ধাড়ার বাড়ি বাগনান থানার (Bagnan Police Station) বাইনানের কড়িয়া গ্রামে। ১৬ নং জাতীয় সড়কে বাগনানের খাদিনান মোড় দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাগ্রস্ত হয় তাঁর বাইকটি। দুর্ঘটনায় মৃত ব্যক্তির ছেলে সৌরভ ধারাও আহত হয়। রাজমিস্ত্রির কাজে যাওয়ার জন্য বাবা ও ছেলে বাইকে চেপে কুলগাছিয়ার উদ্দ্যেশে যাচ্ছিলেন। বাগনান খাদিনান মোড়ের কাছে কলকাতা অভিমুখে যাওয়া একটি বাস যাত্রী তোলার জন্য দাঁড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, সেই সময় অভিজিৎ ধাড়া বাইক নিয়ে বাসটিকে ওভারটেক করার সময় পিছন দিক থেকে আসা একটি ট্রেলার বাইকে ধাক্কা মারে। দু’জনেই রাস্তায় ছিটকে পড়ে। আহত অবস্থায় উদ্ধার করে বাগনান গ্রামীণ হাসপাতালে (Bagnan Gramin Hospital) নিয়ে যাওয়া হলে চিকিৎসক অভিজিৎ ধাড়াকে মৃত বলে ঘোষণা করে। সৌরভকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *