ঠিক কী ভাবে ঘটল এই দুর্ঘটনা?
ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, মুচিপাড়ার দিক থেকে স্কুটিটি চৌরাস্তার দিকে যাচ্ছিল। রায়দিঘির কাছে আচমকাই স্কুটির পিছনে একটি কুকুর তাড়া করে। আর তাতেই স্কুটির ভারসাম্য হারিয়ে ফেলেন চালক। স্বামী স্কুটির নিয়ন্ত্রণ রাখতে না পারায় উলটে যায় সেটি। রাস্তায় ছিটকে পড়েন দু’জনেই। ঠিক সেই সময়ই পিছন থেকে বেপরোয়া গতিতে আসা একটি লরি পিষে দিয়ে চলে যায় মহিলা সিভিক ভলান্টিয়ারকে। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। এই ঘটনার জেরে দীর্ঘক্ষণ ওই এলাকায় যান চলাচল স্তব্ধ হয়ে যায়। পরে অবশ্য ট্রাফিক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সম্প্রতি বাইকে চেপে ছেলেকে নিয়ে কাজে যাওয়ার সময় ট্রেলারের ধাক্কায় মৃত্যু হয় বাবার। দুর্ঘটনাটি ঘটেছিল উলুবেড়িয়ায় (Uluberia)। জানা যায়, ৫২ বছরের অভিজিৎ ধাড়ার বাড়ি বাগনান থানার (Bagnan Police Station) বাইনানের কড়িয়া গ্রামে। ১৬ নং জাতীয় সড়কে বাগনানের খাদিনান মোড় দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাগ্রস্ত হয় তাঁর বাইকটি। দুর্ঘটনায় মৃত ব্যক্তির ছেলে সৌরভ ধারাও আহত হয়। রাজমিস্ত্রির কাজে যাওয়ার জন্য বাবা ও ছেলে বাইকে চেপে কুলগাছিয়ার উদ্দ্যেশে যাচ্ছিলেন। বাগনান খাদিনান মোড়ের কাছে কলকাতা অভিমুখে যাওয়া একটি বাস যাত্রী তোলার জন্য দাঁড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, সেই সময় অভিজিৎ ধাড়া বাইক নিয়ে বাসটিকে ওভারটেক করার সময় পিছন দিক থেকে আসা একটি ট্রেলার বাইকে ধাক্কা মারে। দু’জনেই রাস্তায় ছিটকে পড়ে। আহত অবস্থায় উদ্ধার করে বাগনান গ্রামীণ হাসপাতালে (Bagnan Gramin Hospital) নিয়ে যাওয়া হলে চিকিৎসক অভিজিৎ ধাড়াকে মৃত বলে ঘোষণা করে। সৌরভকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।