Kuntal Ghosh Arrested :’ঘুষ দিইনি বলে ষড়যন্ত্র করছে তাপস!’ গ্রেফতারির পর বিস্ফোরক কুন্তল – kuntal ghosh hooghly tmc youth leader reacts after arrested by ed


শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (West Bengal Teachers Recruitment Case) গ্রেফতার করা হয়েছে কুন্তল ঘোষকে (Kuntal Ghosh)। নিউটাউনে (Newtown) তাঁর বিলাসবহুল জোড়া ফ্ল্যাটে ম্যারাথন রাউন্ড তল্লাশির পর তাঁকে পাকড়াও করে ED। তাঁর বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে ১৯ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। হুগলির তৃণমূলের এই যুব নেতা অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন। শনিবার সকালে গ্রেফতারির পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কুন্তল ঘোষ বলেন, “তাপস মণ্ডলকে ঘুষের টাকা দিইনি বলেই আমার এই অবস্থা।” যে তাপস মণ্ডল তাঁর বিরুদ্ধে কোটি কোটি টাকা বেআইনিভাবে হাতানোর অভিযোগ তুলেছেন, এবার তাঁর বিরুদ্ধেই বিস্ফোরক মন্তব্য করলেন ধৃত তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ। জানা গিয়েছে, এদিনই তাঁকে আদালতে তোলা হতে পারে। তার আগে অবশ্য জোকা ESI হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে তাঁকে। সেখানেই শারীরিক চেক আপ হবে এই তৃণমূল নেতার।

Kuntal Ghosh : জোড়া ফ্ল্যাটে ম্যারাথন তল্লাশি, ED-র হাতে গ্রেফতার কুন্তল ঘোষ
গ্রেফতার কুন্তল ঘোষ

শুক্রবার দিনভর তল্লাশি চালানো হয়েছে কুন্তল ঘোষের নিউটাউনের জোড়া ফ্ল্যাটে। ২৪ ঘণ্টা তল্লাশির পর হুগলির এই নেতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে একাধিক নথি। পাশাপাশি তদন্তে অসহযোগিতা করার অভিযোগে গ্রেফতার করা হয় কুন্তলকে। ED আধিকারিকরা শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা অন্যতম ফ্যাক্টর মনে করছেন এই তৃণমূল যুব নেতাকে। ফলে তাঁকে হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করতে চায় ED। তাঁর বিরুদ্ধে ওঠা ১৯ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, কী ভাবে চাকরিপ্রার্থীদের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল, তাপস মণ্ডলের সঙ্গেই বা কী ধরণের লেনদেন হত, এই সমস্ত দিক খতিয়ে দেখতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

১৯ কোটি টাকা হাতিয়েছেন কুন্তল?

পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে একাধিকবার জেরায় উঠে আসে হুগলির এই তৃণমূল যুব নেতার নাম। এরপর নিজাম প্যালেসে একাধিকবার তলব করা হয়। সেখানে জিজ্ঞাবাদ করা হয় তাঁকে। তাপস মণ্ডল ED কে জানিয়েছিলেন, কুন্তল ঘোষ চাকরিপ্রার্থীদের চাকরি দেওয়ার নাম করে ৩২৫ জনের থেকে ১৯ কোটি টাকা তুলেছিলেন। অবশ্য সেই সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন তৃণমূল যুব নেতা। গ্রেফতারির পর তাঁর দাবি, তাপস মণ্ডলকে ঘুষ বাবদ ৫০ লাখ টাকা দেননি বলেই তিনি ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা করছেন। এই দাবিতে শোরগোল পড়ে গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *