Kuntal Ghosh Hooghly TMC : ‘দলকে জড়াবেন না’, ফুঁসে উঠলেন ‘পার্টিজান’ কুন্তল – kuntal ghosh tmc hooghly leader says party is not involved in this case


শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (West Bengal Teachers Recruitment Case) নাম জড়িয়ে এবার গ্রেফতার তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষ (Kuntal Ghosh TMC Leader)। স্বাভাবিক ভাবেই বেজায় অস্বস্তিতে ঘাসফুল শিবির। গ্রেফতারির পর এবার দল নিয়ে মুখ খুললেন তিনি। শনিবার ED- হাতে গ্রেফতার হওয়ার পর তাঁকে নিয়ে যাওয়া হয় জোকা ESI হাসপাতালে। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কুন্তল ঘোষ রীতিমতো ফুঁসে উঠলেন। তিনি বলেন, “দলকে এতে জড়াবেন না।” যদিও রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, কুন্তল এ কথা বললেও তাঁর গ্রেফতারি তৃণমূলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।

Kuntal Ghosh Arrested :’ঘুষ দিইনি বলে ষড়যন্ত্র করছে তাপস!’ গ্রেফতারির পর বিস্ফোরক কুন্তল
গ্রেফতার কুন্তল ঘোষ (Kuntal Ghosh Arrested)

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শনিবার সকালে গ্রেফতার করা হয়েছে হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে। শুক্রবার দিনভর তাঁর নিউটাউনের জোড়া ফ্ল্যাটে তল্লাশি চালায় ED। প্রায় ২৪ ঘণ্টার ম্যারাথন তল্লাশির পর তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ উঠেছে। এদিকে, তাঁর দুই ফ্ল্যাট থেকেই প্রচুর নথি বাজেয়াপ্ত করেছে ED। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, এর মধ্যেই রয়েছে BEd কলেজে নিয়োগের একাধিক নথি। সেগুলো ইতিমধ্যেই খতিয়ে দেখা শুরু হয়েছে।

Kuntal Ghosh : জোড়া ফ্ল্যাটে ম্যারাথন তল্লাশি, ED-র হাতে গ্রেফতার কুন্তল ঘোষ
উল্লেখ্য, কুন্তলের বিরুদ্ধে মোট ১৯ কোটি টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল। চাকরিপ্রার্থীদের থেকে বিপুল পরিমাণ টাকা তোলা হয়েছে বলে মনে করা হচ্ছে। এই অভিযোগ তুলেছেন পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল (Tapas Mondal)। কুন্তলের বিপুল সম্পত্তি নিয়েও একাধিক প্রশ্ন উঠেছে। চিনার পার্কের যে ফ্ল্যাট থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে, সেই এক একটি ফ্ল্যাটের দাম প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা। একই আবাসনে ৯০৩ এবং ৯০৯ নম্বর ফ্ল্যাটটি কুন্তলের নামে রয়েছে। এত টাকা কী ভাবে এল এই যুব নেতার কাছে, তা নিয়ে ED-র সন্দেহ তৈরি হয়েছে। এই প্রশ্নের কোনও জবাব তিনি দিতে পারেননি তৃণমূল নেতা। ফলে তাঁকে গ্রেফতার করে পুনরায় জিজ্ঞাসাবাদ করতে চায় ED। তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কুন্তল ঘোষ। পরিবর্তে তিনি আঙুল তুলেছেন তাপস মণ্ডলের বিরুদ্ধেই। গ্রেফতারির পরই তাঁর বিস্ফোরক দাবি, তাপস মণ্ডলকে ৫০ লাখ টাকা ঘুষ দিতে পারেননি বলেই তাঁকে ফাঁসাতে ষড়যন্ত্র করছে তাপস। জানা গিয়েছে, রাজনীতির পাশাপাশি একটি NGO-র মালিক কুন্তল ঘোষ। সে ক্ষেত্রে ওই সংস্থার টাকা পয়সার লেনদেনও ED-র স্ক্যানারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *