Paschim Medinipur News : স্বামীর অন্যত্র বিয়ে দেওয়ার ষড়যন্ত্র বোনের! সন্দেহে অ্যাসিড নিক্ষেপ মহিলার – woman attacks her own sister with acid in paschim medinipur ghatal police station area


West Bengal Local News: নিছক সন্দেহের বশে এক বোনের গায়ে অ্যাসিড এক বোনের গায়ে অ্যাসিড ছুড়ল আরেক বোন। এই ঘটনাকে ঘিরে পশ্চিম মেদিনীপুরে ঘাটালে চাঞ্চল্য তৈরি হয়েছে। অ্যাসিড আক্রান্ত মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় ঘাটাল হাসপাতালে (Ghatal Sub Divisional Hospital) ভর্তি করা হল আ্যসিড আক্রান্ত মহিলাকে। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটল পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘাটালের মোমরাজপুরের বাসিন্দা দুই ভাই আশাদুল আলি ও তেসলিম আলির সঙ্গে বিয়ে হয় দাসপুরের সাহবাজার এলাকার বাসিন্দা রহিমা বিবি ও আকলিমা বিবির। রহিমা ও আকলিমা সম্পর্কে দুই বোন। বেশ কিছুদিন ধরেই বিভিন্ন কারণে দুই বোনের মধ্যে ঝগড়াঝাঁটি লেগেই থাকত। সম্প্রতি অভিযুক্ত আকলিমা বিবির সন্দেহ হয় তাঁর শারীরিক অসুস্থতার কারণে শ্বশুরবাড়ির লোকজন স্বামী তেসলিম আলির অন্যত্র বিয়ের ব্যবস্থা করছে আর এই ঘটনায় ইন্ধন যোগাচ্ছে তাঁর বোন রহিমা বিবি।

Paschim Medinipur News : ভুল ওষুধ খেয়ে অসুস্থ খুদে! ঘাটাল মহকুমা হাসপাতালে উত্তেজনা
শনিবার সকালে এই দুই বোনের মধ্যে এই নিয়ে তুমুল অশান্তি শুরু হয়। গণ্ডগোল চরম আকার ধারণ করে। এরপরই হঠাৎ দৌড়ে গিয়ে বাড়িতে থাকা অ্যাসিড নিয়ে এসে বোনের গায়ে ছুড়ে মারে। অ্যাসিডের তীব্রতায় ছটফট করতে থাকে রহিমা। তাঁর চিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে আসেন। আশঙ্কাজনক অবস্থায় অ্যাসিড আক্রান্ত মহিলাকে ঘাটাল হাসপাতালে ভর্তি করান পরিবারের অন্যান্য সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘাটাল থানার পুলিশ। আক্রমণকারীর বিরুদ্ধে লিখিত অভিযোগ ও দায়ের করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত মহিলাকে ঘাটাল থানার পুলিশ গ্রেফতার করেছে।

Bangladesh News : অ্যাসিডদগ্ধ মেয়েকে ভারতে ছেড়ে পালালেন বাবা-মা, ভিডিয়ো বার্তায় কাতর আর্জি সুমাইয়ার
স্থানীয় বাসিন্দা আকসানা খাতুন গোটা ঘটনা নিজের চোখে দেখেছেন। ঘটনার বিবরণ দিতে গিয়ে তিনি রীতিমতো আটকে ওঠেন। তিনি বলেন, ‘এদিন সকাল থেকেই ওদের বাড়িতে চিৎকার চেঁচামেচির আওয়াজ পাচ্ছিলাম। আওয়াজ পেয়ে আমি বাড়ির বাইরে বেড়িয়ে আসে। এসে দেখে বাড়ির উঠোনে দুই বোনের মধ্যে তীব্র ঝামেলা হচ্ছে। তখনই আকলিমা দৌড়ে বাড়ির ভিতরে চলে যায়। ফিরে আসলে তাঁর হাতে একটি বোতল দেখতে পাই। বোতল থেকে একটি তরল নিজের বোনের দিকে ছুড়ে দেয় সে। তখনই বুঝতে পারি বোতলে অ্যাসিড ছিল। মাটিতে পড়ে ছটফট করতে থাকে রহিমা। আওয়াজ শুনে পরিবারের সদস্যরা বাইরে চলে আসে। তারপরই তাঁকে ঘাটাল হাসাপাতালে নিয়ে যাওয়া হয়।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *