শনিবার সকালে এই দুই বোনের মধ্যে এই নিয়ে তুমুল অশান্তি শুরু হয়। গণ্ডগোল চরম আকার ধারণ করে। এরপরই হঠাৎ দৌড়ে গিয়ে বাড়িতে থাকা অ্যাসিড নিয়ে এসে বোনের গায়ে ছুড়ে মারে। অ্যাসিডের তীব্রতায় ছটফট করতে থাকে রহিমা। তাঁর চিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে আসেন। আশঙ্কাজনক অবস্থায় অ্যাসিড আক্রান্ত মহিলাকে ঘাটাল হাসপাতালে ভর্তি করান পরিবারের অন্যান্য সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘাটাল থানার পুলিশ। আক্রমণকারীর বিরুদ্ধে লিখিত অভিযোগ ও দায়ের করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত মহিলাকে ঘাটাল থানার পুলিশ গ্রেফতার করেছে।
স্থানীয় বাসিন্দা আকসানা খাতুন গোটা ঘটনা নিজের চোখে দেখেছেন। ঘটনার বিবরণ দিতে গিয়ে তিনি রীতিমতো আটকে ওঠেন। তিনি বলেন, ‘এদিন সকাল থেকেই ওদের বাড়িতে চিৎকার চেঁচামেচির আওয়াজ পাচ্ছিলাম। আওয়াজ পেয়ে আমি বাড়ির বাইরে বেড়িয়ে আসে। এসে দেখে বাড়ির উঠোনে দুই বোনের মধ্যে তীব্র ঝামেলা হচ্ছে। তখনই আকলিমা দৌড়ে বাড়ির ভিতরে চলে যায়। ফিরে আসলে তাঁর হাতে একটি বোতল দেখতে পাই। বোতল থেকে একটি তরল নিজের বোনের দিকে ছুড়ে দেয় সে। তখনই বুঝতে পারি বোতলে অ্যাসিড ছিল। মাটিতে পড়ে ছটফট করতে থাকে রহিমা। আওয়াজ শুনে পরিবারের সদস্যরা বাইরে চলে আসে। তারপরই তাঁকে ঘাটাল হাসাপাতালে নিয়ে যাওয়া হয়।’