Tapas Mondal : ‘কুন্তলের সঙ্গে আমার শত্রুতা নেই…’, এবার পালটা সরব তাপসও – tapas mondal reacts over kuntal ghosh allegation


শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ED-র হাতে গ্রেফতার হয়েছেন যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। এদিকে গ্রেফতারির পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছিলেন তিনি। কুন্তল দাবি করেন, তিনি তাপস মণ্ডলকে ঘুষের টাকা না দেওয়ায় তাঁর এই পরিণতি। এবার এই অভিযোগের প্রেক্ষিতে মুখ খুললেন তাপস মণ্ডল।

কুন্তলের পালটা তাপস…
যুব তৃণমূল নেতার অভিযোগের পালটা তাপস মণ্ডল বলেন, “আমার পরিচিত ব্যক্তিদের থেকে ও যে অর্থ নিয়েছে আমি তার হিসেব দিয়েছি। বারবার ওকে আমি বলেছিলাম টাকা ফেরত দিতে। কিন্তু, ও দিচ্ছিল না। এরপর আমি বাধ্য হয়েছিলাম কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে ওর নাম তুলে ধরতে। ওর সঙ্গে আমার কোনও শত্রুতা নেই। আমি কেন ষড়যন্ত্র করতে যাব! ও ১৯ কোটির মধ্যে কিছু টাকা ফেরত দিয়েছিল। আমি তাও ED-কে জানিয়েছি। কোটি কোটি টাকার মধ্যে কয়েক লাখ টাকা ফেরত দিলে তো আর পুরো বিষয়টি মিটে যায় না।” কুন্তলের বিরুদ্ধে অভিযোগ, চাকরি প্রার্থীদের থেকে টাকা নিয়েছিলেন তিনি। অঙ্কটা কোটি কোটি। শুক্রবার নিউটাউনে কুন্তলের দুটি ফ্ল্যাটে ED তল্লাশি চালিয়েছিল। জিজ্ঞাসাবাদে অসহযোগিতার অভিযোগে শনিবার সকালে গ্রেফতার করা হয় তাঁকে।

Kuntal Ghosh Arrested :’ঘুষ দিইনি বলে ষড়যন্ত্র করছে তাপস!’ গ্রেফতারির পর বিস্ফোরক কুন্তল
উল্লেখ্য, মানিক ভট্টাচার্য ‘ঘনিষ্ঠ’ তাপস মণ্ডলকে জেরা করে এই যুব তৃণমূল নেতার নাম উঠে আসে। তাপস মণ্ডল ED-কে জানিয়েছিলেন, চাকরি দেওয়ার নাম করে কুন্তল ঘোষ চাকরিপ্রার্থীদের থেকে প্রায় ১৯ কোটি টাকা নিয়েছিলেন। যদিও এই যাবতীয় দাবি নস্যাৎ করে দিয়েছিলেন কুন্তল। তিনি পালটা দাবি করেছিলেন, তাপসকে ঘুষ বাবদ ৫০ লাখ টাকা না দেওয়াতেই তিনি মিথ্যে মন্তব্য করছেন। তিনি কোনও টাকা নেননি স্পষ্ট দাবি ছিল তাঁর। এবার এই যাবতীয় অভিযোগের পালটা সরব হয়েছেন তাপসও।

Kuntal Ghosh : জোড়া ফ্ল্যাটে ম্যারাথন তল্লাশি, ED-র হাতে গ্রেফতার কুন্তল ঘোষ
এদিকে কুন্তলের গ্রেফতারি নিয়ে রাজ্য রাজনৈতিক মহলে কার্যত তোলপাড় পড়ে গিয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কণ্ঠে কার্যত কটাক্ষের সুর শোনা গিয়েছে। এদিকে কুন্তলের স্ত্রী জয়শ্রী ঘোষও । তাপসের আনা অভিযোগ ‘মিথ্যা’ বলেই সংবাদ মাধ্যমে দাবি করেছেন তিনি। চাকরির বিনিময়ে ১৯ কোটি টাকা নেওয়ার যে অভিযোগ কুন্তলের বিরুদ্ধে উঠেছে তাতে কোনও ভিত্তি নেই বলেই তাঁর মন্তব্য। পাশাপাশি তাপস এবং তাঁর কিছু সহযোগি কুন্তলকে ‘ফাঁসাচ্ছে’ বলেও দাবি করেছিলেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *