শীতের প্রত্যাবর্তন (Winter In West Bengal)?
হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২৩ জানুয়ারি নেতাজি জন্মজয়ন্তী (Netaji Subhas Chandra Bose Birth Anniversary) এবং ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের (Republic Day 2023) দিন উষ্ণই থাকবে রাজ্যের আবহাওয়া। তবে বর্তমানে পারা পতন যেন অন্য ইঙ্গিত দিচ্ছে। শীত উধাও হওয়ার বদলে ফের একবার কনকনে ঠান্ডার আমেজ রাজ্যজুড়ে। আগামী রবিবার থেকে ধাপে ধাপে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ২৩ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারির মধ্যে কলকাতার পারদ পৌঁছবে ২০ ডিগ্রি সেলসিয়াসে। এমনটাও জানাচ্ছেন আবহাওয়াবিদরা। সে ক্ষেত্রে শেষ বেলায় শীত (Winter Update) কি ফের একবার ঝোড়ো ইনিংস খেলে যাবে?
কলকাতার তাপমাত্রা কত (Temperature In Kolkata)?
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এদিকে, শুক্রবারও দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কমে দাঁড়ায় ২৪.৪ ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৩৯ থেকে ৯৪ শতাংশের মধ্যে।
কোন জেলায় কত তাপমাত্রা (West Bengal Weather Update)?
রাজ্যের একাধিক জেলাতেই আচমকা পারা পতন হয়েছে। কোন জেলায় কতটা নামল পারদ?
আসানসোল- ৮.৯ ডিগ্রি সেলসিয়াস
বহরমপুর- ১১.৪ ডিগ্রি সেলসিয়াস
বাঁকুড়া- ১০.৬ ডিগ্রি সেলসিয়াস
বর্ধমান- ১০.৮ ডিগ্রি সেলসিয়াস
কোচবিহার- ৭.৩ ডিগ্রি সেলসিয়াস
দার্জিলিং (Darjeeling Weather) – ২.৬ ডিগ্রি সেলসিয়াস
ডায়মন্ড হারবার- ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস
দিঘা (Digha Weather) – ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস
জলপাইগুড়ি- ৭.৮ ডিগ্রি সেলসিয়াস
কালিম্পং – ৬.৮ ডিগ্রি সেলসিয়াস
দমদম- ১৩ ডিগ্রি সেলসিয়াস
হাওড়া- ১২ ডিগ্রি সেলসিয়াস
সল্টলেক- ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস
কৃষ্ণনগর- ১১ ডিগ্রি সেলসিয়াস
মালদা- ১২ ডিগ্রি সেলসিয়াস
মেদিনীপুর- ১৩.১ ডিগ্রি সেলসিয়াস
শিলিগুড়ি- ৯.৪ ডিগ্রি সেলসিয়াস
শ্রীনিকেতন- ৮.২ ডিগ্রি সেলসিয়াস
সুন্দরবন- ১৫ ডিগ্রি সেলসিয়াস