কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয়ছয়? রাজ্যের বিরুদ্ধে জনস্বার্থ মামলা হাইকোর্টে PIL against WB govt filed in Calcutta High Court


অর্ণবাংশু নিয়োগী: ক্যাগের রিপোর্ট অসঙ্গতি? রাজ্য়ের বিরুদ্ধে টাকা নয়ছয়ের অভিযোগে জনস্বার্থ মামলা দায়ের করা হল হাইকোর্টে। মামলাকারীর দাবি, ‘২ লক্ষ ৩০ হাজার কোটি টাকার হিসেব  নেই’। আগামী সপ্তাহে মামলাটি শুনানির সম্ভাবনা প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে।

এক খাতের বরাদ্দ  খরচ হচ্ছে অন্য খাতে? বিভিন্ন প্রকল্পের জন্য় কেন্দ্র টাকা পাঠাচ্ছে, কিন্তু সেই টাকা নয়ছয় করা হচ্ছে? এবার মামলা গড়াল হাইকোর্টে। মামলাকারীর দাবি, ২০২১ সালে ৩০ মার্চ ক্যাগের রিপোর্টে নাকি অসঙ্গতি ধরা পড়েছে! কোন কোন ক্ষেত্রে? সে তথ্য তুলে ধরে জনস্বার্থ মামলা দায়ের করেছেন তিনি। অভিযোগ, বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় সরকার ২ লক্ষ ৩০ হাজার কোটি টাকা পাঠিয়েছিল। সেই টাকা ঠিকমতো খরচ হয়নি। কিন্তু ক্যাগের রিপোর্ট তার উল্লেখ নেই।

এদিকে কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রীর জেলা সফরের খরচে হিসেব দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। টুইটে তাঁর অভিযোগ, গত নভেম্বর মাসে মুখ্যমন্ত্রীর দু’দিনের হিঙ্গলগঞ্জ সফরে প্রশাসনের খরচ হয়েছে ১ কোটি ৩৫ লক্ষ টাকা। এই সব টাকা খরচ হয়েছে স্কুলে দেওয়ার জন্য মিড ডে মিল প্রকল্পের বরাদ্দ টাকা থেকে!

 

 

 

আবাস দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে এখন বিভিন্ন জেলায় ঘুরছে কেন্দ্রীয় দল। এমনকী, নজরে একশোর দিনের কাজও। আরও একটি কেন্দ্রীয় দল আসবে রাজ্যে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *