বিধান সরকার: দিনের পর দিন মানসিক ও শারীরিক অত্যাচার। বাড়িতে টিকতে না পেরে রাস্তায় বেরিয়ে পড়ল নাবালিকা। প্রতিবেশীরা তাকে জিজ্ঞাসা করতেই বেরিয়ে এল সেই অত্যাচারের কাহিনী। খবর গেল পুলিসে।
আরও পড়ুন- সরস্বতী পুজো করতে চেয়ে আবেদন টিএমসিপির, অনুমতি দিল না প্রেসিডেন্সি কর্তৃপক্ষ
উত্তরপাড়ার বাসিন্দা বছর সতেরোর ওই নাবালিকার অভিযোগ বছর চারেক আগে মায়ের সঙ্গে বাবার বিবাহবিচ্ছেদ হয়। তারপর থেকে অত্যাচার শুরু হয় তার উপর। মত্ত বাবা তার উপরে চালাত শারীরিক নির্যাতন ও অকথ্য ভাষায় গালিগালাজ। এনিয়ে অশান্তি লেগেই থাকত। নাবালিকা মাসির বাড়ি চলে গেলে সেখানে গিয়েও একই কান্ড ঘটিয়েছে বাবা। কখনও শৌচালয়ে আটকে রাখা,কখনও ঘরে বন্ধ করে রাখা। বাইরে বেরোতে না দেওয়া, যৌন নির্যাতনের চেষ্টা। অত্যাচার সহ্য করতে না পেরে আজ বাড়ি থেকে বেরিয়ে পড়ে ওই নাবালিকা। প্রতিবেশিরা তাকে জিজ্ঞাসা করতে বাবার অত্যাচারের কথা জানায়। বলে বাবার সঙ্গে সে থাকতে চায় না।
প্রতিবেশিরা অভিযুক্ত বাবার বিরুদ্ধে উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করে। পুলিস অভিযুক্তকে আটক করেছে। নাবলিকার মাসি বলেন, মেয়েকে দীর্ঘদিন ধরে নির্যাতন করছে ওর বাবা। ঠিকমত খেতে দেয় না। যা পায় মদ খেয়ে শেষ করে। মেয়েটাকে আগেও নিয়ে গিয়েছিলাম আমার কাছে। কিন্তু ওর বাবা থাকতে দেয় না।
নাবালিকার বাবার দাবি মেয়ে মিথ্যে বলছে। আগে মদ খেলেও এখন তিনি মদ্যপান করেন না। বরং মেয়েই তাকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিল একবার। শেষপর্যন্ত অভিযুক্তকে আটক করে পুলিস। পাশাপাশি ওই নাবালিকাকে নিয়ে যায় তার মাসি।