মন্ত্রী অখিল গিরির (Akhil Giri) কথায়, সবে তো একটু দরজা খোলা হয়েছে। তাই অভিনেতা বিধায়ক হিরণকে নিয়ে জল্পনা শুরু হয়েছে। আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) জানিয়েছেন দলের দরজা বন্ধ রাখা হয়েছে। দরজা খুললে অনেক বিধায়ক তৃণমূলে ঢুকবে। একটু দরজা খোলায় হিরণ ঢুকবে বলে শোনা যাচ্ছে। রবিবার দিঘায় পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতির সম্মেলনে উপস্থিত হয়ে এমনই মন্তব্য করেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি।
প্রসঙ্গত, গত শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূল কো-অর্ডিনেটর অজিত মাইতির (Ajit maiti) সঙ্গে BJP বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের একটি ছবি প্রকাশিত হয়। যে ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে পিছনে তৃণমূলের প্রতীক আর সামনে বসে আছেন হিরণ চট্টোপাধ্যায় ও অজিত মাইতি। এরপরেই হিরণের তৃণমূলে যোগদান নিয়ে চাপান উতোর শুরু হয়েছে রাজ্যে। তৃণমূলের (TMC) একটা অংশ অবশ্য দাবি করেছে, আগামী ৪ ফেব্রুয়ারি কেশপুরের আনন্দপুর (Anandapur) মাঠে অভিষেক বন্দোপাধ্যায়ের সমাবেশেই নাকি তৃণমূলে যোগ দিচ্ছেন হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)।
যদিও হিরণের তৃণমূলের যোগদান প্রসঙ্গে ভিন্ন সুর শোনা গিয়েছে BJP নেতাদের গলায়। রবিবার পশ্চিম মেদিনীপুরের একটি চা চক্রের যোগদান করে BJP-র সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) হিরণের তৃণমূলে যোগদান প্রসঙ্গে প্রশ্নের উত্তরে বলেন, “এই বিষয়টা আমি কী করে জানব? এ বিষয়ে তৃণমূল বলতে পারবে।” অন্যদিকে, হিরণের যে ছবিটি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে সেটি পুরনো ছবি বলে দাবি করেছেন BJP নেতা শমীক ভট্টাচার্য৷ সেই সঙ্গে ছবিটি প্রচার করাটা তৃণমূলের ‘চক্রান্ত’ বলে দাবি করেছেন BJP-র মুখপাত্র সজল ঘোষও৷
রবিবার দিঘায় পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতির সম্মেলনের উদবধনী অনুষ্ঠানে হাজির ছিলেন মন্ত্রী অখিল গিরি। হিরণ সম্বন্ধে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে তিনি জল্পনা আরও বাড়িয়ে তুললেন বলেই ধারণা রাজনৈতিক মহলে। এদিনের অনুষ্ঠানে অখিল গিরি ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরি, দিঘা শংকরপুর উন্নয়ন হয়েছে প্রাক্তন ভাইস চেয়ারম্যান তরুন জানা সহ অন্যান্যরা। ২৩ জানুয়ারি পর্যন্ত দুদিন ধরে এই সম্মেলন চলবে