নিরঙ্কুশ জয়লাভের পর এক তৃণমূল কর্মী বলেন, “সিপিআইএম এবং বিজেপি মিলে বেশ কিছুদিন ধরেই এই কৃষি সমবায় সমিতির নির্বাচনকে ঘিরে আমাদের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছিল। হ্যান্ড বিল বিলি করা থেকে শুরু করে, পোস্টারিং সব কিছুই করেছিল। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনছিল। তবে আজকের এই ফলাফল প্রমাণ করে দিল যে সকলেই তৃণমূল কংগ্রেসের পাশে আছে।” উল্টোদিকে, সিপিআইএমের এক কর্মী বলেন, ” পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। যেখানে আগে প্রার্থী দিতে পারতাম না, প্রচার করতে পারতাম না। সেখানে আজকে ভোটে লড়েছি। আগামী দিনে তৃণমূল এবং বিজেপিকে হারানোর লক্ষ্যে আমরা সচেষ্ট থাকব।” একই মত বিজেপির। এমনকি এই সমবায় সমিতির ফলাফল আগামী পঞ্চায়েত নির্বাচনে পড়বে না বলে মনে করছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।
উল্লেখ্য, পূর্ব মেদিনীপুর জেলায় গত দু মাস একের পর এক সমবায় সমিতিতে জয়লাভ করছে তৃণমূল কংগ্রেস। এর আগে মহিষাদল, তমুলকে একাধিক সমবায় সমিতির নির্বাচনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। গত ডিসেম্বরে খারুই গঠরা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনেও বিশাল জয় পায় তৃণমূল কংগ্রেস। জানুয়ারি মাসে কোলাঘাটের (Kolaghat) ঝোকুড়কুল সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনেও খাতা খুলতে পারেনি বিরোধীরা। এখানেও মোট ১২ টি আসনের মধ্যে সব কয়টিতে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস।