Dakhin 24 Pargana: মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের গাড়ি আটকে স্থানীয় বিধায়কের বিরুদ্ধে নালিশ, উত্তপ্ত বাসন্তী – tmc worker stopped minister chandrima bhattacharya car and complained about local tmc mla


West Bengal Local News বাসন্তী (Basanti) তৃণমূলের বৈঠক ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ। আবারও প্রকাশ্যে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। বাসন্তীতে বৈঠকে যোগ দিতে আসা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের (Chandrima Bhattacharya) গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীদের একাংশ। গাড়ি আটকে রীতিমতো অভিযোগ জানান কর্মীরা। স্থানীয় বিধায়ক শ্যামল মণ্ডলের (TMC MLA Shyamal Mondal) নামে অভিযোগ করেন বিক্ষুব্ধ জোড়াফুল কর্মীরা।

জানা গিয়েছে, রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে এদিন বাসন্তীতে ব্লক তৃণমূলের ডাকে একটি জনসভার আয়োজন করা হয়েছিল। সেই বৈঠকে দলীয় কর্মীদেরই একাংশকে আমন্ত্রণ না জানানোর অভিযোগ করেছেন তৃণমূল কর্মীরা। সেখানে প্রধান বক্তা ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। বৈঠকে যোগ দিতে বাসন্তীতে আসার পথে রাস্তাতেই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের গাড়ি আটকে দেন তৃণমূল কর্মীরা এবং সেখানেই তাঁর কাছে স্থানীয় বিধায়ক শ্যামল মণ্ডলের (Shyamal Mondal) নামে অভিযোগ করেন তারা।

Soumitra Khan Sujata Mondal: ‘…ধান্দাবাজ চরিত্রটা লুকোতে গ্লিসারিন লাগিয়ে নাটক!’ সৌমিত্রর বিরুদ্ধে বিস্ফোরক সুজাতা

জনসভায় আমন্ত্রণ না পাওয়াকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই অভিযোগের জবাবে শ্যামল মণ্ডল বলেন, ”এই অভিযোগ একেবারে মিথ্যে। সবাইকে বৈঠকে ডাকা হয়েছিল।”

Satabdi Roy: ফের বিক্ষোভের মুখে শতাব্দী, মহম্মদবাজারে গাড়ি আটকে পানীয় জলের দাবি বাসিন্দাদের

উল্লেখ্য, কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার প্রতিবাদে এলাকায় এলাকায় ব্লকে ব্লকে প্রতিবাদ সভার আয়োজন করেছে তৃণমূল। আবাস দুর্নীতি থেকে মিড মিল প্রতি ইস্যুতে বাংলায় প্রতিনিধি দল পাঠাচ্ছে তৃণমূল অথচ বকেয়া ১০০ দিনের টাকা, জব কার্ডের টাকা কিছুই পাঠানো হচ্ছে না। এই অভিযোগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ সভা তৃণমূলের। এদিন বাসন্তীতেও কেন্দ্রীয় বঞ্চনার জবাবে প্রতিবাদ সভাতেই যোগ দিতে যাচ্ছিলেন মন্ত্রীব চন্দ্রিমা ভট্টাচার্য। বিষয়টি তিনি খতিয় দেখার আশ্বাস দিয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *