ম্বই বিমান বন্দরে আমাদের ক্যামেরায় ধরা দিলেন এষা গুপ্তা (Esha Gupta)। তবে তাঁর মাস্ক খুলতে বলা হলে কিছুতেই মুখ থেকে মাস্ক খুলতে রাজি হলেন না এষা। আসলে এষা গুপ্তার জ্বর এবং সর্দি-কাশিতে ভুগছেন। তাই এদিন তাঁকে অনেকবার অনুরোধ করা হলেও মাস্ক খুলতে রাজি হননি এষা গুপ্তা।