Hiran : তৃণমূল অফিস নয়, PVR-এর গদি আঁটা সোফায় বসেছিলেন হিরণ? মুখ খুললেন অজিত মাইতি – tmc mla ajit maity claims hiran chatterjee picture in pvr is fake as he had done a meeting with abhishek banerjee


যত নষ্ঠের গোড়া সোশাল মিডিয়া? কয়েকদিন আগেই BJP বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee) সঙ্গে তৃণমূল বিধায়ক অজিত মাইতির (Ajit Maity) একটি ছবি ভাইরাল হয়। এরপরেই রাজ্য রাজনীতিতে ক্রমশ আলোড়ন পড়ে গিয়েছিল। তবে কি দলবদল করতে চলেছেন এই তারকা বিধায়ক? পুরো জল্পনায় অবশ্য মুখে কুলুপ এঁটেছিলেন তিনি। কিন্তু, অতীতের একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। তা ‘ডি-কোড’ করে অনেকেই দাবি করেছেন, হিরণ হয়তো বোঝাতে চেয়েছেন তিনি BJP-তেই থাকছেন। কিন্তু, এবার অজিত মাইতির সঙ্গে হিরণের ভাইরাল হওয়া ছবি বিতর্কে নয়া মোড়। তৃণমূলের কোনও কার্যালয়, নাকি PVR-এ বসেছিলেন হিরণ?

অজিত মাইতির মন্তব্য…

তাঁর সঙ্গে হিরণের বৈঠকের সত্যতা নিয়ে প্রশ্ন ওঠার পরেই এবার মুখ খুললেন এই তৃণমূল বিধায়ক। তিনি বলেন, “ছবি সত্যি কথা বলছে। আমার যে ছবি দেখা গিয়েছে তা সম্প্রতি ঘটেছে। হিরণ এবং আমি একসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে গিয়েছি। আমরা দীর্ঘ কথা বলেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর দীর্ঘ কথা হয়। সব শোনার পর তিনি(অভিষেক বন্দ্যোপাধ্যায়) কী করবেন তা ভেবে জানাবেন বলেছেন। এরপর তিনি কলকাতা বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন। এরপর কে এই নিয়ে কী গসিপ করল তাতে আমাদের কিছু যায় আসে না।” অজিত মাইতি আরও বলেন, “হিরণের মতো বহু মানুষ তৃণমূলে আসার জন্য মুখিয়ে রয়েছেন। তিনি দলে যোগ দেবেন কিনা সেই চূড়ান্ত সিদ্ধান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় নেবেন।”

Chiranjit On Hiran : ‘আমাদের ছেলে হিরণ’, বিজেপি বিধায়কের তৃণমূল যোগদানের জল্পনা বাড়ালেন চিরঞ্জিৎ
PVR নাকি পার্টি অফিস?
একটি ছবিতে তৃণমূলের ব্যানার লাগানো ব্যাকগ্রাউন্ডে সোফার উপর অজিত মাইতির সঙ্গে একফ্রেমে হিরণ, অন্যটিতে তিনি একা। পোশাক এক থাকলেও তাঁর ব্যাকগ্রাউন্ড PVR-এর। এই দুটি ছবির সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল। কোথায় ছিলেন হিরণ? এই বিষয়টি নিশ্চিত করার জন্য হিরণের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। মেসেজেরও কোনও জবাব দেননি তিনি।

Hiran vs Dev : ‘আন্তর্জাতিক ক্রিমিনালের থেকে দেবের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে’, ফের বিস্ফোরক হিরণ
অন্যদিকে, BJP নেতা রাহুল সিনহা অজিত মাইতির সঙ্গে হিরণের ছবিটি নিয়ে উল্লেখযোগ্য মন্তব্য করেছেন। তিনি বলেন, “আমার মনে হয় এই ছবিতে কিছু গড়বড় রয়েছে।” হিরণ দলত্যাগ করলে তা BJP-র কাছে বড় ধাক্কা হতে পারে বলে মনে করা হচ্ছে। এই প্রসঙ্গে রাহুল সিনহা বলেন, “দলের প্রতিটি কর্মী, সদস্য খুবই গুরুত্বপূর্ণ।” উল্লেখ্য, কিছুদিন আগেই গেরুয়া শিবিরের তরফে দাবি করা হয়েছিল, হিরণের সঙ্গে অজিত মাইতির ছবিটি পুরনো। মোটের উপর হিরণের ছবি নিয়ে রীতিমতো আলোচনা চলছে রাজ্য রাজনৈতিক মহলে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *