স্থানীয় সূত্রে খবর, রবিবার বেলায় পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার দেউলিয়া বাজারে (Deulia Bazar) ১৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা মারে পিকআপ ভ্যান। এরপর পিকআপ ভ্যানে ধাক্কা মারে আরও একটি ট্রাক। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পিকআপ ভ্যানটি কোলাঘাটের দিক থেকে মেদিনীপুরের দিকে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়েই পিক আপ ভ্যানটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। দুর্ঘটনায় গুরুতর জখম হয় আরও দুজন। দুর্ঘটনার ফলে পিক আপ ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনা লক্ষ্য করে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। খবর দেওয়া হয় কোলাঘাট থানার পুলিশকে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে কোলাঘাট থানার পুলিশ।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পিক আপ ভ্যানটি কোলাঘাটের দিক থেকে মেদিনীপুরের দিকে দ্রুত গতিতে আসছিল। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে ধাক্কা মারে। পিক আপ ভ্যানের চালকের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। তবে কোলাঘাট ১৬ নং জাতীয় সড়কের উপর একের পর এক দুর্ঘটনার জন্য ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
গত নভেম্বর মাসেই কোলাঘাটে (Kolaghat) ১৬ নং জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। দ্রুত গতিতে ছুটে আসা পাথর বোঝাই একটি ট্রাকের ধাক্কায় দুর্ঘটনার কবলে পড়ল একাধিক গাড়ি। পাথর বোঝাই গাড়িটি ধাক্কায় একটি ট্রাক সহ তিনটি গাড়ি উলটে গিয়ে পড়ে রাস্তার পাশের নয়ানজুলিতে। ঘটনায় পাথর বোঝাই ট্রাকের খালাসির মৃত্যু হয় বলে জানা যায়। এই ঘটনার জেরে বেশ কিছু সময় রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়। তবে পুলিশের চেষ্টায় খালাসির মৃতদেহটি উদ্ধার হয়েছে। সেই সঙ্গে দীর্ঘ প্রচেষ্টায় যানজট নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। বেপরোয়াভাবে পাথর বোঝাই গাড়িটি আসার কারণেই এরকম দুর্ঘটনার সম্মুখীন হয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের ধারণা।