দেবপ্রিয়ার সোশাল মিডিয়া প্রোফাইলে কী রহস্য?
দেবপ্রিয়ার সোশাল মিডিয়া অ্যাকাউন্ট বেশ ঝলমলে। একাধিক পোশাকে ফটোশ্যুট থেকে শুরু করে পরিবারের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি আপলোড করা রয়েছে এই বিমান সেবিকার (Kolkata Air Hostess) প্রোফাইলে। তবে গত একমাস থেকে বেশ অনিয়মিত লগ ইন করতেন দেবপ্রিয়া। শেষ পোস্ট মৃত্যুর ঠিক এক মাস আগের। জিমে শরীরচর্চা করতে দেখা গিয়েছে তাঁকে। মাসখানেক আগে জিমে জোরকদমে চলছিল কসরত। তবে কি ঘাম ঝরিয়ে, বাড়তি মেদ ঝরিয়ে ফের একবার ফ্লাই করার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি? নাকি হঠাৎ করে ওয়েট পুট অন বিমান সেবিকার কাজ না পাওয়ার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছিল? এই প্রশ্নগুলির উত্তর খুঁজতেই তদন্ত শুরু করেছে প্রগতি ময়দান থানার পুলিশ।
কেন মানসিক অবসাদগ্রস্ত ছিলেন দেবপ্রিয়া?
দেবপ্রিয়ার সোশাল মিডিয়ায় প্রোফাইলে দেখা গিয়েছে, নভেম্বর মাসে দিদির সঙ্গে পার্ক স্ট্রিট (Park Street) কবরস্থানে গিয়েছিলেন তিনি। এরপর নভেম্বর মাস থেকে জিমে শরীরচর্চা শুরু করেন। ডিসেম্বরেও ট্রেডমিলে ঘাম ঝরাতে দেখা গিয়েছে তাঁকে। জিমে কসরতের একটি ভিডিয়ো পোস্ট করে দেবপ্রিয়া লিখেছেন, “জীবনের ছন্দ যখন ঠিক থাকে, তখন তাঁকে ধরে রাখতে শেখ।” তবে কেন আচমকাই ছন্দপতন ঘটল? কেন আত্মহত্যার পথ বেছে নিলেন দেবপ্রিয়া বিশ্বাস? কেবলমাত্রা কাজের অভাব না কি মানসিক অবসাদগ্রস্ত হওয়ার পিছনে রয়েছে আরও কোনও বড় কারণ। তাঁর বায়োতে লেখা, দেবপ্রিয়া দোহার বাসিন্দা। কাতার এয়ারলাইন্সের চাকরি ছেড়ে দেওয়ার পর তাঁর স্থায়ী ঠিকানাই বা কোনটা ছিল। সমস্ত প্রশ্নেরই উত্তর খুঁজে বের করার চেষ্টায় রয়েছে পুলিশ।