রাহুল-আথিয়া সেরে ফেললেন বিয়ে, শুভেচ্ছা জানালেন বিরাট থেকে সানিয়া


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বলিউড আর বাইশ গজের ফের মেলবন্ধন। সোমবার সাত পাকে বাঁধা পড়লেন ভারতের তারকা ক্রিকেটার কেএল রাহুল (KL Rahul) ও অভিনেত্রী আথিয়া শেট্টি (Athiya Shetty) (KL Rahul-Athiya Shetty Wedding)। সুনীল শেট্টির (Sunil Shetty) খান্ডালা ফার্মহাউজে পরিবার ও কাছের বন্ধুদের নিয়ে বিয়ের অনুষ্ঠান সারলেন রাহুল-আথিয়া (Rahul-Athiya)। ক্রিকেট থেকে সাময়িক ব্রেক নিয়ে শুভকাজটা সেরে ফেললেন তাঁরা। বিরাট কোহলি (Virat Kohli) থেকে সানিয়া মির্জা (Sania Mirza) স্পোর্টস দুনিয়ার সব মহারথীরাই শুভেচ্ছা জানিয়েছেন। আথিয়া-রাহুলরা নিজেই সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করেছেন। বিনোদনের নক্ষত্রদের মধ্যে আয়ুষ্মান খুরানা, কার্তিক আরিয়ান, ইশা গুপ্তা, কৃতি স্যানন, রিয়া চক্রবর্তী, ভূমি পেডনেকর, রকুল প্রীত সিং, পরিণীতি চোপড়া, অনন্যা পাণ্ডে সহ আরও অনেক তারকাই শুভেচ্ছা জানিয়েছেন।

আরও পড়ুনKL Rahul-Athiya Shetty wedding Photo: ‘তোমার আলোয়, ভালোবাসতে শিখেছি’, বিয়ের পরেই রাহুলের উদ্দেশ্যে আবেগঘন বার্তা আথিয়ার…

 

বিয়ের পরেই মিডিয়ার হাতে মিষ্টি তুলে দেন অভিনেতা সুনীল শেট্টি। তবে বিয়ের ছবি পোস্ট করলেন আথিয়া নিজেই।  এদিন আথিয়া ও রাহুলের পরনে ছিল সাবেকি পোশাক। আথিয়া পরেছিলেন সাদা সুতো ও মুক্তের কাজের হালকা গোলাপি রঙের লেহেঙ্গা। সঙ্গে মানানসই সোনার জড়োয়া সেট, কপালে ছোট্ট টিপ। রাহুলের পরনে ছিল সাদা শেরওয়ানি ও গলায় স্টোনের পাঁচ নড়ি হার। দুজনেই পরেছিলেন বেল ফুলের বরমাল্য। আথিয়া বিয়ের ছবি পোস্ট করে রাহুলের উদ্দেশ্যে লেখেন, ‘তোমার আলোয়, আমি ভালোবাসতে শিখেছি। আজ আমাদের ভালোবাসার মানুষদের মাঝে, বাড়িতে খুবই আনন্দ ও শান্তির মাঝে আমরা বিয়ে করলাম। আমাদের এই নতুন জার্নিতে আপনাদের আশীর্বাদ আমাদের পাথেয়।’ সোশ্যাল মিডিয়ায় নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *