জানা গিয়েছে, এদিন সন্ধেয় রাজভবনে আগুন লেগে যায়। তিনতলায় রাজ্যপালের থাকার জায়গা সংলগ্ন এলাকাতেই আগুন লেগেছে বলে খবর। ঘটনার সময় রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose) রাজভবনের এডিজির সঙ্গে বৈঠক সারচ্ছিলেন। বৈঠক চলাকালীনই আগুন লাগে বলে খবর। সেসময় আগুন (Fire Brigade) দেখতে পেয়ে সঙ্গে সিভি বোসকে সতর্ক করতে ছোটে চাপরাশি। আগুন লাগার খবর পেয়ে তড়িঘড়ি বেরিয়ে আসেন রাজ্যপাল। যেখানে আগুন লেগেছে সেখানকার পরিস্থিতি দেখে নিরাপত্তারক্ষীদের ব্যবস্থা নিতে বলেন। খবর যায় দমকলে (Kolkata Fire Brigade)। তড়িঘড়ি আগুন লাগার খবর পেয়ে আসে দুটি ইঞ্জিন।
শহরের সব থেকে হাইপ্রোফাইল বাড়িতে আগুন লাগায় ছড়িয়ে পড়ে উদ্বেগ। রাজভবন সূত্রে খবর, সম্পূর্ণ সুরক্ষিত আছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আপাতত নিয়ন্ত্রণে আগুন। উদ্বেগের কোনও কারণ নেই। জানা গিয়েছে, এদিন রাজভবনের তিনতলায় বলরুমে আগুনের শিখা দেখা যায়। যেখানে আগুন লাগার ঘটনাটি ঘটেছে তার পাশেই রাজ্যপালের (CV Ananda Bose) স্যুইট অর্থাৎ থাকার জায়গা।
প্রাথমিকভাবে অনুমান, বলরুমের টিউবে পুরনো তারের জঙ্গলে আগুন লেগে যায়। সেখানে শর্ট সার্কিটের কারণে এই আগুন লাগে বলে অনুমান। কেন রাজভবনের মতো এত সুরক্ষিত জায়গায় আগুন লাগল তা খতিয়ে দেখছেন দমকলকর্মীরা । রাজভবনে বৈদ্যুতিক তারের সংযোগ (Electric Connection) খতিয়ে দেখতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাম্প্রতিক অতীতে এমন উদাহরণ আগে দেখা যায়নি। রাজভবনের মতো জায়গায় অগ্নিকাণ্ডে স্বাভাবিকভাবেই ছড়িয়েছে আতঙ্ক। আগুন বেশি ছড়ালে বড় দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা।
অন্যদিকে, এদিনই শহরের বজবজ অঞ্চলের জুটমিলে ভয়াবহ আগুন লাগে। আড়াই ঘণ্টা পরও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। ঘটনাস্থলে আগুনের সঙ্গে লড়াই চালাচ্ছে দমকলের ১০ ইঞ্জিন।