Kharagpur Accident : দিঘা যাওয়ার পথে লরির চালকের সঙ্গে বচসা, চিকিৎসককে পিষে ‘খুন’! ভয়াবহ কাণ্ড জাতীয় সড়কে – fatal accident in national highway way to digha doctor lost his life


West Bengal News: খড়গপুর থেকে দিঘা যাওযার পথে মর্মান্তিক পরিণতি হল এক চিকিৎসকের। সোমবার নারায়ণগড় থানার উকুনমারী এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কের উপর এই দুর্ঘটনা ঘটে। লরির চাকায় পিষ্ট হয়ে ওই চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃত চিকিৎসকের দেহ ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। জানা গিয়েছে, সোমবার ভোরে জাতীয় সড়ক ধরে দীঘার দিকে যাওয়ার পথে একটি লরিকে ওভারটেক করতে গিয়ে ওই চিকিৎসকের গাড়িতে ধাক্কা লাগে। তারপর বচসার পরই ওই চিকিৎসককে পিষে দেয় লরিটি। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম গৌতম মুখোপাধ্যায়। ঘাতক লরির খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে নারায়ণগড় থানার পুলিশ। ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Kolaghat Road Accident : কোলাঘাটে ট্রাকের পেছনে ধাক্কা পিক আপ ভ্যানের, ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যুও
স্থানীয় সূত্রে এক হাড়হিম করা ঘটনার বিবরণ উঠে এসেছে। জানা গিয়েছে, এদিন সকালে গাড়িতে করে দিঘা যাচ্ছিলেন ওই দম্পত্তি। তাঁর চিকিৎসক স্ত্রীও গাড়ির ভিতরে ছিলেন। সেই সময় তাঁর গাড়িতে ধাক্কা লাগে। লরিটিকে থামিয়ে লরি চালকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ওই চিকিৎসক। বচসা চলাকালীন ওই লরিটি চিকিৎসককে পিষে দিয়ে যায় বলে অভিযোগ। এই ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Bardhaman Road Accident : বিয়েবাড়ি যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি, আনন্দ মুহূর্তে বদলে গেল কান্নায়
স্থানীয় বাসিন্দা অমিত দাস বলেন, ‘সকালে এখানে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এক চিকিৎসককে একটি লরি পিষে মেরে ফেলেছে বলেই শুনেছি। তাঁর স্ত্রী গোটা ঘটনা সামনে থেকে দেখেছেন। লরি চালকের সঙ্গে চিকিৎসকের বচসা চলছিল। তখনও চিকিৎসকের ওপর দিয়ে লরি চালিয়ে দেয় চালক।’

Kolkata Road Accident : সরশুনায় ভয়াবহ পথ দুর্ঘটনা! লরির চাকায় পিষ্ট মহিলা সিভিক ভলান্টিয়ারের মাথা
অন্যদিক রবিবার পূর্ব মেদিনীপুরে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। কোলাঘাটে ১৬ নং জাতীয় সড়কের ওপর মর্মান্তিক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয় বলে জানা গিয়েছে। রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পিছন থেকে ধাক্কা মারে একটি পিক আপ ভ্যান। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছিল বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় কোলাঘাট থানার পুলিশ। জাতীয় সড়কের ওপর এই ট্রাক দুর্ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনার ফলে পিক আপ ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দ্রুত কোলাঘাট থেকে মেদিনীপুরের দিকে দ্রুত গতিতে ধেয়ে যাওয়া পিক আপ ভ্যান দ্রত গতিতে ট্রাকটিকে ধাক্কা মারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *