স্থানীয় সূত্রে এক হাড়হিম করা ঘটনার বিবরণ উঠে এসেছে। জানা গিয়েছে, এদিন সকালে গাড়িতে করে দিঘা যাচ্ছিলেন ওই দম্পত্তি। তাঁর চিকিৎসক স্ত্রীও গাড়ির ভিতরে ছিলেন। সেই সময় তাঁর গাড়িতে ধাক্কা লাগে। লরিটিকে থামিয়ে লরি চালকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ওই চিকিৎসক। বচসা চলাকালীন ওই লরিটি চিকিৎসককে পিষে দিয়ে যায় বলে অভিযোগ। এই ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা অমিত দাস বলেন, ‘সকালে এখানে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এক চিকিৎসককে একটি লরি পিষে মেরে ফেলেছে বলেই শুনেছি। তাঁর স্ত্রী গোটা ঘটনা সামনে থেকে দেখেছেন। লরি চালকের সঙ্গে চিকিৎসকের বচসা চলছিল। তখনও চিকিৎসকের ওপর দিয়ে লরি চালিয়ে দেয় চালক।’
অন্যদিক রবিবার পূর্ব মেদিনীপুরে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। কোলাঘাটে ১৬ নং জাতীয় সড়কের ওপর মর্মান্তিক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয় বলে জানা গিয়েছে। রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পিছন থেকে ধাক্কা মারে একটি পিক আপ ভ্যান। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছিল বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় কোলাঘাট থানার পুলিশ। জাতীয় সড়কের ওপর এই ট্রাক দুর্ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনার ফলে পিক আপ ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দ্রুত কোলাঘাট থেকে মেদিনীপুরের দিকে দ্রুত গতিতে ধেয়ে যাওয়া পিক আপ ভ্যান দ্রত গতিতে ট্রাকটিকে ধাক্কা মারে।