Kharagpur Accident : ‘রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, সবাই শুধু দেখল…’, ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন লরিতে পিষ্ট চিকিৎসকের স্ত্রী – deceased doctor in paschim medinpur his wife sharing her horrifying experience


West Bengal News: খড়গপুর থেকে দিঘা (Kharagpur to Digha) যাওয়ার সময় এক চিকিৎসকে পিষে দেওয়ার অভিযোগ উঠেছে একটি লরির বিরুদ্ধে। লরির সঙ্গে চিকিৎসকের গাড়ির ধাক্কা এবং সেই নিয়ে বচসা থেকে গোটা ঘটনার সূত্রে। মৃত চিকিৎসকের স্ত্রীও সেই সময় তাঁর সঙ্গে গাড়িতে উপস্থিত ছিলেন। তাঁর থেকে জানা গিয়েছে, ঘটনার হাড়হিম করা বিবরণ। তিনি জানিয়েছেন কীভাবে মৃত স্বামীর দেহ আগলে দীর্ঘক্ষণ রাস্তা তাঁকে বসে থাকতে হয়েছিল। অসংখ্য স্থানীয় মানুষ সেখানে জড়ো হলেও কেউ তাঁকে কোনও সাহায্য করেননি বলে অভিযোগ, এমনকী পুলিশ ফোন করেও কোনও সাহায্য পাওয়া যয়ানি বলে জানিয়েছেন মৃতের স্ত্রী সঙ্গীতা মুখোপাধ্যায়। তিনি বলেন, ‘আমরা খড়গপুর থেকে দিঘার দিকে যাচ্ছিলাম। তখনই ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। তখন আমাদের গাড়িটা পালটি খেতে দাঁড়িয়ে যায়। ব্রেক চেপে দেওয়ার জন্য আমরা কোনও রকমে বেঁচে গিয়েছিলাম। ট্রাক ড্রাইভারের সঙ্গে তর্কাতর্কি হওয়ার সময় সে লরিতে উঠে পড়ে স্টার্ট দেয়। ডাক্তারবাবু লরিটি থামানোর চেষ্টা করেছিলেন। কিন্তু, তখন তাঁকে পিষে দিয়ে চলে যায় ট্রাকটি।’

Kharagpur Accident : দিঘা যাওয়ার পথে লরির চালকের সঙ্গে বচসা, চিকিৎসককে পিষে ‘খুন’! ভয়াবহ কাণ্ড জাতীয় সড়কে
মেদিনীপুর হাসপাকালে দাঁড়িয়ে তিনি আরও বলেন, “দুটো পায়ের ওপর দিয়ে চাকাটি চলে গিয়েছে। প্রায় এক দেড় ঘণ্টা আমরা ওখানে পড়েছিলাম। অনেক লোকজন জড়ো হয়েছিল কিন্তু, স্থানীয়রা কেউ আমাদের সাহায্য করেননি। তখন উনি প্রাণে বেঁচেছিলেন। প্রচুর রক্তপাত হয়েছিল। এক ব্যক্তি একটি গাড়ি ঠিক করে আমাদের এই হাসপাতালে নিয়ে আসেন। সকাল ৭টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। কেউ আমাদের সাহায্য করেননি। থানায় ফোন করার পরও পুলিশ আসেনি আমাদের সাহায্যও করেননি।’ জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃত গৌতম মুখোপাধ্যায় বেলপাহাড়িতে ডাক্তারি করেন।”

Kolaghat Road Accident : কোলাঘাটে ট্রাকের পেছনে ধাক্কা পিক আপ ভ্যানের, ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যুও
এদিন নারায়ণগড় থানার উকুনমারী এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কের উপর এই দুর্ঘটনাটি ঘটে। লরির চাকায় পিষ্ট হয়ে ওই চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ময়নাতদন্তের জন্য মৃত চিকিৎসকের দেহ মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সামান্য বচসার কারণে ওই চিকিৎসককে এমন মর্মান্তিকভাবে হত্যা করার ঘটনা অনেকেই বিশ্বাস করতে পারছেন না। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। উল্লেখ্য, রবিবার ও পূর্ব মেদিনীপুরে কোলাঘাটে ১৫ নম্বর জাতীয় সড়কের ওপর দুর্ঘটনা ঘটেছিল। রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি লরিতে দ্রুত গতিতে ধাক্কা মারে একটি পিক আপ ভ্যান। এই দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *