Netaji Birth Anniversary : নেতাজি মূর্তিতে মাল্যদানকে কেন্দ্র করে সংঘর্ষে তৃণমূল-ফব, দর্শক পুলিশ! – trinamool congress and forward block clash for celebrating netaji subhas chandra bose birth anniversary in murshidabad


West Bengal News: সোমবার দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) ১২৭ তম জন্মজয়ন্তী। গোটা দেশের পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে নেতাজি জন্মজয়ন্তী। আর নেতাজি জন্মজয়ন্তী উদযাপনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের ইসলামপুর। তৃণমূল-ফরওয়ার্ড ব্লক সংঘর্ষ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের সামনেই লাঠি বাঁশ নিয়ে সংঘর্ষ দুদলের সমর্থকদের মধ্যে ব্যাপক মারপিট শুরু হয়। এই সংঘর্ষের ঘটনায় দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের (Murshidabad News) রানিনগর বিধানসভার অন্তর্গত ইসলামপুর মোড়ে নেতাজির একটি মূর্তি রয়েছে। সেখানে মালা দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। আগে কে মালা দেবে এই নিয়ে বচসা শুরু হতে জল সংঘর্ষ অবধি গড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই দিন ফরওয়ার্ড ব্লকের প্রাক্তন বিধায়ক ও নেতা-কর্মীরা নেতাজি মূর্তিতে মালা দিতে গেলে তাদের বাধা দেন স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। এমনকী তাদের মারধর করা হয় বলেও অভিযোগ ওঠে। মারধরে বেশ কয়েকজন ফরওয়ার্ড ব্লক কর্মী সমর্থক আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

Dilip Ghosh : ‘নেতাজিকে নিয়ে টানাটানি করে লাভ নেই’, RSS-র অনুষ্ঠানে মন্তব্য দিলীপের
ফরওয়ার্ড ব্লক নেতা রবি বিশ্বাস এই প্রসঙ্গে বলেন, ‘তৃণমূলের দাবি নেতাজি মূর্তিতে পঞ্চায়েত প্রধান মালা দেবেন। আমরা সেই নিয়ে প্রতিবাদ করি। থানাতে লিখিতভাবে কর্মসূচির কথা জানানো হয়েছিল। তখন পুলিশ কোনও আপত্তিত জানায়নি। মিছিল নিয়ে ইসলামপুর মোড়ে মিছিল যেতেই তৃণমূল ব্লক সভাপতি আমাদের মারধর করে। মুখ লক্ষ্য করে ঘুষি মারা হয়। কর্মীদের দেদার কিল, চড়, ঘুষি মারা হয়। নেতাজির ব্যাজ খুলে পায়ের তলায় পিষে দিয়েছে। এরা নাকি নেতাজিকে সম্মান করে। আমরা থানায় গিয়ে লিখিত অভিযোগ করব।’

Netaji Subhas Chandra Bose Birth Anniversary: নেতাজীর জন্মবার্ষিকীতে শাসকদলের কোন্দল, পুলিশের উপস্থিতিতে মূর্তির উন্মোচন ভাটপাড়ায়
পালটা ফরওয়ার্ড ব্লককে নিশানা করেছেন রানিনগরের তৃণমূল বিধায়র সৌমিক হোসেন। এমনকী মারধরের কথাও অস্বীকার করছেন তৃণমূল বিধায়ক। তিনি বলেন, ‘এটা তৃণমূলের কোনও অনুষ্ঠান ছিল না, স্থানীয় গ্রাম পঞ্চায়েতের অনুষ্ঠান ছিল। আমি আসার আগে এরম একটা ঘটনা ঘটেছে বলে শুনলাম। এই অনুষ্ঠান সবাই মিলে করে। সেখানে পতাকা নিয়ে এসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা এই ঘটনার প্রতিবাদ করেছে। তৃণমূলের লোকেরা কোনও মারধর করে বাজে কথা বলা হচ্ছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *