কী বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?
নেতাজি সুভাষ চন্দ্র বসুকে (Netaji Subhas Chandra Bose Birthday) শ্রদ্ধা জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। টুইট করে তিনি লিখেছেন, “নেতাজি সুভাষ চন্দ্র বসুর অদম্য সাহস এবং উদ্যমকে কুর্নিশ জানাই। তিনিই আমাদের বীরত্ব এবং সততার পথ দেখিয়েছেন। এর কোনও বিকল্প নেই। আমাদের দেশাত্ববোধ জেগে উঠুক। নেতাজির আদর্শের জন্য আমরা লড়াই করি।”
RSS-এর নেতাজি জয়ন্তী পালন
সুভাষ চন্দ্র বসুর জন্মদিনে (Subhas Chandra Bose Birthday) কলকাতার শহীদ মিনারে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল RSS। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোহন ভাগবত (Mohan Bhagwat) বলেন, “নেতাজি যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন আমাদের সত্যি করতে হবে। ভাগ্য সহায় থাকলে উনিই আগে দেশ শাসন করতে পারতেন। নেতাজি যে কাজ করতেন, সংঘ সেই কাজ করে। নেতাজি যে সমৃদ্ধশালী দেশ দেখতে চেয়েছিলেন, সংঘও তাই চায়। আমাদের দেশ গোটা দুনিয়াকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে। আমাদের সেই উদাহরণ তৈরি করতে হবে।”
ক্ষুব্ধ নেতাজি কন্যা অনিতা বসু
সংঘের চিন্তাধারার সঙ্গে তাঁর বাবার মতাদর্শের বিস্তর ফারাক রয়েছে বলে উল্লেখ করেছেন অনিতা বসু পাফ। জার্মানি থেকে সংবাদসংস্থাকে দেওয়া একটি সাক্ষাৎকারে অনিতা পাফের দাবি, “সংঘের সঙ্গে বাবার আদর্শের কোনও মিল নেই। নেতাজি ছিলেন বামপন্থী। আর RSS দক্ষিণপন্থী। নেতাজি যে ধর্মনিরপেক্ষতা এবং সংহতির কথা বলতেন, সেটা RSS বা BJP মেনে চলে না। নেতাজির মতাদর্শ দেশের অন্য যে কোনও দলের চেয়ে কংগ্রেসের সঙ্গে অনেক বেশি মিল রয়েছে বলে জানান।” BJP কিংবা RSS আদৌ নেতাজিকে সম্মান করত কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছে অনিতা বসু পাফ। RSS সম্পর্কে বাবা যে কখনই ভালো মন্তব্য করেননি, তা কার্যত স্পষ্ট করে দিয়েছেন তিনি।