Netaji Birthday 2023 : ‘নেতাজিকে প্রথম প্রধানমন্ত্রী ঘোষণা করা হোক’, দাবি তৃণমূলের – tmc wants netaji subhas chandra bose should be recognized as first prime minister of india tweet kunal ghosh


নেতাজি সুভাষ চন্দ্র বসুকে (Netaji Subhas Chandra Bose) দেশের প্রধান প্রধানমন্ত্রী (First Prime Minister Of India) ঘোষণা করা হোক। তৃণমূলের তরফে এমনই দাবি তোলা হল সুভাষ চন্দ্র বসুর ১২৭তম জন্মজয়ন্তীতে। এদিন একটি টুইট করে দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, “নেতাজিকে (Netaji) প্রকৃত শ্রদ্ধা জানাতে মুখার্জি কমিশন বিমানদুর্ঘটনা তত্ত্ব নাকচের পর নতুন তদন্ত হোক। রেনকোজির মন্দিরের ভস্ম এনে DNA পরীক্ষা হোক। এবং সাময়িক হলেও স্বাধীন ভূখন্ডে আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠার জন্য নেতাজিকে দেশের প্রথম প্রধানমন্ত্রী ঘোষণা করা হোক।” অন্যদিকে, নেতাজি সুভাষ চন্দ্র বসুকেই স্বাধীনতার মূল স্থপতি বলে উল্লেখ করলেন শুভেন্দু অধিকারী। এদিন রানি রাসমণী রোডে নেতাজির মূর্তিতে মাল্যদান করেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলেন, “ভারতীয় এবং বাঙালি হিসেবে অত্যন্ত গর্বিত আমরা। বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশজুড়ে নেতাজিকে এই সম্মানজ্ঞাপন করা হচ্ছে।”

Mohan Bhagwat On Netaji Birthday : নেতাজি যে কাজ করতেন, সংঘও তাই করে: মোহন ভাগবত
কী বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?

নেতাজি সুভাষ চন্দ্র বসুকে (Netaji Subhas Chandra Bose Birthday) শ্রদ্ধা জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। টুইট করে তিনি লিখেছেন, “নেতাজি সুভাষ চন্দ্র বসুর অদম্য সাহস এবং উদ্যমকে কুর্নিশ জানাই। তিনিই আমাদের বীরত্ব এবং সততার পথ দেখিয়েছেন। এর কোনও বিকল্প নেই। আমাদের দেশাত্ববোধ জেগে উঠুক। নেতাজির আদর্শের জন্য আমরা লড়াই করি।”

Anita Bose Pfaff : RSS-এর সঙ্গে সুভাষচন্দ্র বসুর মতের বিস্তর ফারাক, জন্মদিনের আগেই বিস্ফোরক নেতাজি কন্যা
RSS-এর নেতাজি জয়ন্তী পালন

সুভাষ চন্দ্র বসুর জন্মদিনে (Subhas Chandra Bose Birthday) কলকাতার শহীদ মিনারে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল RSS। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোহন ভাগবত (Mohan Bhagwat) বলেন, “নেতাজি যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন আমাদের সত্যি করতে হবে। ভাগ্য সহায় থাকলে উনিই আগে দেশ শাসন করতে পারতেন। নেতাজি যে কাজ করতেন, সংঘ সেই কাজ করে। নেতাজি যে সমৃদ্ধশালী দেশ দেখতে চেয়েছিলেন, সংঘও তাই চায়। আমাদের দেশ গোটা দুনিয়াকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে। আমাদের সেই উদাহরণ তৈরি করতে হবে।”

Netaji Subhas Chandra Bose : ভাগবতের নেতাজি-পুজো ভোট টানার নয়া ফন্দি
ক্ষুব্ধ নেতাজি কন্যা অনিতা বসু

সংঘের চিন্তাধারার সঙ্গে তাঁর বাবার মতাদর্শের বিস্তর ফারাক রয়েছে বলে উল্লেখ করেছেন অনিতা বসু পাফ। জার্মানি থেকে সংবাদসংস্থাকে দেওয়া একটি সাক্ষাৎকারে অনিতা পাফের দাবি, “সংঘের সঙ্গে বাবার আদর্শের কোনও মিল নেই। নেতাজি ছিলেন বামপন্থী। আর RSS দক্ষিণপন্থী। নেতাজি যে ধর্মনিরপেক্ষতা এবং সংহতির কথা বলতেন, সেটা RSS বা BJP মেনে চলে না। নেতাজির মতাদর্শ দেশের অন্য যে কোনও দলের চেয়ে কংগ্রেসের সঙ্গে অনেক বেশি মিল রয়েছে বলে জানান।” BJP কিংবা RSS আদৌ নেতাজিকে সম্মান করত কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছে অনিতা বসু পাফ। RSS সম্পর্কে বাবা যে কখনই ভালো মন্তব্য করেননি, তা কার্যত স্পষ্ট করে দিয়েছেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *