২০১১ সালে তৃণমূলের প্রতীকে সাগরদিঘিতে প্রথম নির্বাচিত হয়েছিলেন সুবত সাহা। দীর্ঘদিন জেলার তৃণমূল সভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর সুব্রত সাহাকে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যানপালন দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন মমতা। ২৯ ডিসেম্বপ ২০২২ তারিখে সুব্রতর প্রয়াণের ২০ দিনের মধ্যে সাগরদিঘির উপনির্বাচনের দিনক্ষণ ঘোষিত হয়। শুরু থেকেই বেশ কয়েকটি নাম নিয়ে জল্পনা ছিল। প্রয়াত মন্ত্রীর স্ত্রী নমিতা সাহা, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোরপাধ্যায় পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়ের পাশাপাশি দেবাশিসের নাম নিয়েও জল্পনা হয়েছিল।
মুর্শিদবাদের রাজনীতিতে কান পাতলে শোনা যায় সুব্রত সাহার সঙ্গে দেবাশিস খুব একটা মধুক সম্পর্ক ছিল না। এমনকী অনেকের অভিযোগ দেবাশিসকে সাগরদিঘির ব্লক সভাপতি হওয়ার থেকে আটকানোর চেষ্টা করেছিলেন সুব্রত। কিন্তু শেষেমেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয়কে আটকাতে পারেননি। বেশ কয়েকমাসে আগেই সুব্রত সাহার পাশে দাঁড়িতে পুরনো তৃণমূলকর্মীদের হয়ে সওয়াল করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন দেবাশিস। সুব্রত সাহা অনুগামীরা অতীত ভুলে দেবাশিসকে সাহায্য না করলে তাঁকে ভোটের লড়াইে খানিক বেগ পেতে হতে পারে।
বিস্তারিত জানতে রিফ্রেশ করুন…