রবিবার এলাহি আয়োজনে ট্রেলার লঞ্চ হল মাল্টি স্টারার ছবি সেলফির (Selfie)। ধামাকা এনট্রি নিলেন অক্ষয় কুমার, ইমরান হাশমি, ডায়না পেন্টি এবং নুসরত ভারুচা। স্টার স্টেটাসের চলতি নিয়মে ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে অক্ষয় কুমারকে নিয়েই উত্তেজনা ছিল চরমে। আসছে ছবিতেও তো তিনিই স্টার। তাই তাঁর একাধিক ছবির চরিত্রে সেজে ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে অক্কিকে স্বাগত জানানোর জন্যে উপস্থিত ছিলেন অসংখ্য ভক্ত। ভক্তদের নিরাশ করেননি অক্কি। কিন্তু চোখে বিঁধল কোন দৃশ্য জানেন? ছবির থিম মেনে ফ্যানদের সঙ্গে যখন সেলফি তোলার সময় এল, তখন ফ্রেম থেকে বাদ পড়লেন দুই নায়িকা ডায়না এবং নুসরত! প্রথমে পাশে দাঁড়িয়ে থাকা ডায়নার কানে কানে কিছু একটা বললেন অক্ষয়। আর তার পরেই নুসরতের সঙ্গে ভিতরে চলে গেলেন ডায়না পেন্টি। সেলফির ফ্রেমে থেকে গেলেন শুধুই অক্ষয় ও ইমরান। তবে ইমরানের উপস্থিতিও দীর্ঘস্থায়ী হল না। আর এই সব দেখে ফের একবার মাথা চাড়া দিচ্ছে, তাহলে কি শুধুমাত্র গ্ল্যামার ডল এবং সুন্দর শোপিস হয়েই থেকে গেলেন নায়িকারা?