Shantipur News : শান্তিপুরের মন্দিরে দুঃসাহসিক চুরি, প্রণামী বাক্স ফাঁকা করে চম্পট দুষ্কৃতীদের – shantipur theft incident from a renowned kali temple


Nadia News : সোমবার কাকভোরে কালীমন্দির থেকে দুঃসাহসিক চুরি। চাঞ্চল্যকর ঘটনা নদিয়ার শান্তিপুরের সূত্রাগড় অঞ্চলে। প্রণামী বাক্স ভেঙে নগদ অর্থ চুরি করা হয়েছে বলে মন্দিরের তরফে জানানো হয়েছে। তবে প্রতিমার গায়ের গয়না অন্যত্র রাখার জন্য বড়সড় ক্ষতির মুখ থেকে বাঁচা গিয়েছে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। চুরির ঘটনার তদন্তে নেমেছে শান্তিপুর থানার পুলিশ (Shantipur Police Station)। বহু প্রাচীন জাগ্রত রূপাকালী মন্দিরের প্রণামি বাক্স ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর (Shantipur) সূত্রাগড় অঞ্চলের ষড়ভূজা বাজার এলাকায়। এলাকার প্রাচীন জাগ্রত রূপাকালী মাতার প্রণামী বাক্স ভেঙে খোয়া যায় বেশ কিছু নগদ অর্থ। তবে এই মন্দিরে প্রতিমার বিশেষত্ব রয়েছে। প্রতিমার গায়ে প্রচুর রুপোর গয়না থাকে। সেই কারণে কালী মাতার নাম রূপাকালী। প্রতিমা বিসর্জন হয়ে যাওয়ার পর সেই সমস্ত অলংকার রাখা হয় অন্যত্র। তাই বড়সড় ক্ষতি হয়নি বলে দাবি মন্দির কর্তৃপক্ষের। যদিও চুরির ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। খবর দেওয়া হয় শান্তিপুর থানার পুলিশকে। মন্দির পরিদর্শনে আসে শান্তিপুর থানার পুলিশের একটি টিম।

Nadia News : নদিয়া-২৪ পরগনায় একের পর এক চুরির ঘটনা! এলাকায় আতঙ্ক
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পার্শ্ববর্তী এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সোমবার আনুমানিক ভোর সাড়ে চারটে নাগাদ কোন এক ব্যক্তি ওই প্রণামি বাক্স ভেঙে নগদ অর্থ নিয়ে যায় বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, ওই স্থানে যথেষ্ট আলো এবং পাহারাদারের ব্যবস্থাও আছে। পাহারাদারের ডিউটি শেষ হওয়ার পরেই এই চুরির ঘটনা ঘটে। বছরে দু’বার ওই প্রণামী বাক্স খুলে অর্থ বের করে মায়ের পুজোর কাজে লাগানো হয়।

West Bengal Trending News: CCTV ফাঁকি দিয়ে মগজাস্ত্রে শান দিয়ে পারফেক্ট ক্রাইম! তবু ধরিয়ে দিল ৫০০ টাকার নোট
আনুমানিক তিন মাস আগে বিগত কালীপুজোতে ওই বাক্সটি শেষবারের জন্য খোলা হয়েছিল। ষড়ভূজা বাজার ব্যবসায়িক সুপ্রসিদ্ধ এলাকা। পাশাপাশি জাগ্রত মায়ের প্রণামী বাক্সে যথেষ্ট নগদ অর্থ জমা পড়ে। তবে সংখ্যায় কত তা নির্দিষ্ট করে জানানো সম্ভব নয় বলে জানিয়েছে এলাকাবাসী। ইতিমধ্যেই গোটা ঘটনাটি খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ। তবে শান্তিপুরে মন্দির থেকে চুরির ঘটনা নতুন নয়। গত ডিসেম্বর মাসেই শান্তিপুরের (Shantipur) বাগআঁচড়া বাগদেবী মায়ের মন্দিরে চুরির ঘটনা ঘটে। প্রণামী বাক্সে ভক্তদের দান করা অর্থ চুরি করে দুষ্কৃতীরা। এই প্রথম এই মন্দিরে চুরির ঘটনা ঘটল বলেও দাবি করে স্থানীয়রা ৷ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ৷



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *