শনিবার বউভাত ছিল ধরমনগরের বাসিন্দা গুপ্তা পরিবারের এক যুবকের। সকালে বাড়ির সামনেই পরিবারের সকলে দেখেন দাউ দাউ করে জ্বলছে পড়শিদের আস্তানা। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় আগুনে পরিবারগুলির সমস্ত কিছু পুড়ে গিয়েছে। এমনকী চাল, ডাল, টাকা, পোশাক কিছুই নেই। উৎসবের দিনে বাড়ির পাশের মানুষগুলোর এমন সর্বনাশে নিজেদের বাজেট কাটছাঁট করে পাশে দাঁড়ানোর পরিকল্পনা করে গুপ্ত পরিবার। তাদের বাড়িতে বউভাতের অনুষ্ঠানের জন্য আনা চাল ডাল দিয়ে খিচুড়ি রাঁধেন। সেই খিচুড়ি খাওয়ানো হয়েছে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে। গুপ্তা পরিবারের সদস্য, চন্দন গুপ্তা বলেন, বিপদের সময় সকলের পাশে থাকা উচিত। মানবিক ভাবনা থেকেই সেদিন অনুষ্ঠানের বাজেট কাটছাঁট করে খিচুড়ি তৈরি করে পাঠাই।
এদিকে অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্তদের পাশে দাড়াতে এগিয়ে এসেছে বহু মানুষ। এলাকার একটি ক্লাবের তরফেও সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। শ্রবণ কুমার কাহার নামে নব যুবক সংঘের এক সদস্য বলেন, আগুনে পরিবারগুলির সবকিছু পুড়ে গিয়েছে। আপাতত তাদের খাবারের ব্যবস্থা করেছি । ইতিমধ্যেই, প্রশাসনের তরফে পরিবারগুলিকে সাহায্য করা হয়েছে। ত্রিপল, পোশাক দেওয়া হয়েছে।
রবিবার ঘটনাস্থলে যান মেয়র গৌতম দেব। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলেন। মেয়র গৌতম দেব জানান, সরকারিভাবে পরিবারগুলির জন্য কী করা যেতে পারে তা দেখছি। পুরসভার তরফেও সাহায্য করা হচ্ছে।