সেক্স র্যাকেটে যুক্ত থাকার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার বড়সড় চক্র।
হাইলাইটস
- সেক্স র্যাকেটে যুক্ত থাকার অভিযোগে শিলিগুড়ি পুলিশ ৮ জনকে গ্রেপ্তার করল।
- শালবাড়ির একটি হোটেল থেকে ৪ তরুণী-সহ সাত জনকে গ্রেপ্তার করার পরে চক্রের পান্ডাকে রবিবার গ্রেপ্তার করা হয়।
- ফোন এবং হোয়াটস অ্যাপের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ চলত।
সন্দেহ হওয়ায় রাতে ওই হেটেলে অভিযান চালান প্রধাননগর থানা, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ এবং স্পেশাল অপারেশন গ্রুপ। হোটেলে হানা দিয়ে সাত ব্যক্তির পাশাপাশি চার তরুণীকে আটক করা হয়। ধৃতদের জেরা করতেই উমেশ আগরওয়ালার নাম উঠে আসে। জানা গিয়েছে, এই উমেশই ফোন এবং হোয়াটস অ্যাপের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ রাখতেন। আগ্রহীদের মোবাইলে তরুণীদের ছবি পাঠিয়ে দেওয়ার পরে দর কষাকষি সন্তোষজনক হলে হোটেলের রুমও বুক করে দিতেন তাঁরা। রাতে নির্দিষ্ট হোটেলে তরুণীদের পাঠিয়ে দেওয়া হতো। কেবল শালবাড়িই নয়, প্রধাননগর, চম্পাসারি সহ নানা এলাকায় উমেশের ব্যবসা ছড়িয়ে রয়েছে। কয়েক বছর আগেও একই ধরনের অপরাধে গ্রেপ্তার করা হয়েছিল উমেশকে। কিছুদিন চুপচাপ থাকার পরে ফের এই ব্যবসায় নেমেছেন বলে মনে করছে পুলিশ। দালালদের মাধ্যমে দুঃস্থ পরিবারের মেয়েদের এই ব্যবসায় নিয়ে আসা হয় বলে অভিযোগ। রবিবার উমেশকে গ্রেপ্তারের পরে আটজনকেই এদিন শিলিগুড়িতে আদালতে পাঠানো হয়।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ