Poulomi Nath | EiSamay.Com | Updated: 23 Jan 2023, 7:19 pm
রবিবারই সাড়ম্বরে মু্ক্তি পেল রণবীর কাপুরের (Ranbir Kapoor) আরও এক রোম্যান্টিক কমেডি তু ঝুটি মে মক্কার (tu jhoothi main makkar)। এই প্রথম শ্রদ্ধা কাপুরের (Shraddha kapoor) সঙ্গে জুটি বেঁধেছেন রণবীর কাপুর। এবছর হোলিতে রঙিন মেজাজে ফের একবার বড় পর্দায় ধরা দেবেন রণবীর কাপুর। তারই ট্রেলার লঞ্চে এসে ফের একবার মন জিতে নিলেন রণবীর কাপুর।