West Bengal Local News : সাতসকালে কান্দিতে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, এলাকাজুড়ে চাঞ্চল্য – murshidabad kandi youth dead body recovered


West Bengal News : সোমবার সকাল সকাল এক রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে আতঙ্কিত হয়ে উঠল মুর্শিদাবাদ (Murshidabad) জেলার কান্দি (Kandi) থানার মনিগ্রাম। ওই যুবককে খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা মনিগ্রামে। ওই যুবককে এদিন সকালে গ্রাম সংলগ্ন মাঠে রক্তাক্ত অবস্থায় দেখতে পান স্থানীয় মানুষ। স্থানীয়দের অনুমান, পুরনো শত্রুতার জেরেই ওই যুবককে গলার নলি কেটে নৃশংসভাবে খুন করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম মীনারুল শেখ। তার বাড়ি এই মনিগ্রাম এলাকাতেই। কান্দি থানার পুলিশ (Kandi Police Station) দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। মীনারুল শেখ এলাকায় চাষাবাদের কাজ করতেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। পরিবারের অভিযোগ, মৃতের গলায় ও ঘাড়ে আঘাত করা হয়েছে। এই ঘটনার পিছনে খুনের অভিযোগ করছেন মৃতের পরিবারের সদস্যরা। তবে কী কারণে এই খুন, তার তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ।

Domjur Police : রেললাইনের ধার থেকে যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য ডোমজুড়ে
রবিবার সন্ধ্যায় মোটর বাইক (Motor Bike) নিয়ে বেড়িয়ে আর বাড়ি ফেরেননি মীনারুল শেখ। রাতে ফোন করেও তাকে পাওয়া যায়নি। বন্ধু বা আত্মীয়ের বাড়িতে আছেন ভেবে রাতে পরিবারের তরফে বেশি গুরুত্ব দেওয়া হয়নি। আর এদিন সকালে তার মৃত্যুর খবর আসে। ঘটনাস্থল থেকেই উদ্ধার হয়েছে মীনারুল শেখের বাইক। মীনারুলের পরিবারের এক সদস্য অভিযোগ করে বলেন, “মীনারুলের গলায় ও ঘাড়ে আঘাত করা হয়েছে। আমরা দেখেছি। মীনারুলকে খুনই করা হয়েছে”। তবে কি কারণে খুন তা স্পষ্ট করেনি পরিবারের লোকজন।

Nadia News : বাড়িতে প্যারা মেডিক্যাল পড়ুয়াকে কুপিয়ে খুন! নদিয়ায় চাঞ্চল্য
মীনারুলের পরিবারের ওই সদস্য আরও বলেন, “দৈনন্দিনের মতো রবিবার সন্ধ্যায় মীনারুল বাইক নিয়ে বেরিয়েছিলেন। আমি এবং বাকি সদস্যরা ভেবেছিলাম হয়ত মীনারুল রাতের মধ্যে বাড়ি ফিরে আসবেন। কিন্তু রাতভর আর বাড়ি ফিরে আসেননি। সোমবার সাত সকালেই আমরা খবর পাই কালভার্টের কাছে দেহ পড়ে আছে”। এই খুনের পিছনে প্রকৃত কারণ কী, তার সঠিক তদন্তের দাবি করেছেন মৃতের পরিবারের সদস্যরা। তবে মীনারুল কোনও রাজনৈতিক দলের সদস্য ছিলেন না বলে জানিয়েছে তার পরিবার। তবে কে বা কারা এই খুনে জড়িত, তাও এখনও বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে সকালবেলাই এলাকায় এরকম রক্তাক্ত মৃতদেহ দেখে আতঙ্কে আজকের রাতের ঘুম উড়ে গিয়েছে বলে জানিয়েছেন গ্রামবাসীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *