Aroop Biswas : ‘বিজেপি কোনদিনও আসবে বলে মনে হয় না’, কটাক্ষ মন্ত্রী অরূপের – aroop biswas attacks bjp from barasat yatra utsav


North 24 Parganas : বিগত লোকসভা নির্বাচন থেকেই বাংলায় রাজনৈতিক ভিত শক্ত করতে উঠেপড়ে নেমেছে বিজেপি (BJP)। একাধিক জায়গায় আবাস থেকে শুরু করে নিয়োগ দুর্নীতির অভিযোগকে হাতিয়ার করে আগামী পঞ্চায়েত নির্বাচনেও (Panchayat Election) ভালো দলের আশায় পদ্ম শিবির। তবে অদূর ভবিষ্যতেও রাজ্যে বিজেপির ক্ষমতায়নের কোনও সম্ভাবনা নেই, এমনটাই দাবি করলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)। এমনকি ক্ষমতায় এলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আমলের ন্যায় উন্নয়ন করতে পাঁচশত বছর পেরিয়ে যাবে বলে কটাক্ষ অরূপ বিশ্বাসের। তাঁর কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে, বিজেপি কোনদিনও অদূর ভবিষ্যতে আসবে বলে মনে হয় না, আর যদিও আসেও ৫০০ বছরে সেই উন্নয়ন করতে পারবে না।” মঙ্গলবার ২৭ তম বাংলার যাত্রা উৎসবের সূচনা হল বারাসতে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে কয়েক বছর ধরেই ‘যাত্রা উৎসব’ হয়ে আসছে রাজ্যের নানা প্রান্তের যাত্রা শিল্পীদের নিয়ে।

Basanti Road Accident : ঘন কুয়াশার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উলটে গেল ট্যাক্সি, মর্মান্তিক দুর্ঘটনা বাসন্তীতে
প্রযুক্তির যুগে অনেকটাই পেছনের সারিতে চলে গিয়েছিল বাংলার এই শিল্পকলা। শিল্পের সঙ্গে যুক্ত শিল্পীদের রুটি-রুজির টান পড়তে শুরু করেছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এই যাত্রা শিল্পকে পুনরুজ্জীবিত করার জন্য যাত্রা উৎসবের সূচনা করেছিলেন বারাসতের (Barasat) কাছারি ময়দান থেকেই। তারপর থেকেই বারাসাতে হয়ে আসছে বাংলার এই যাত্রা উৎসব। এদিন এই বছরের যাত্রা উৎসবের সূচনা করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। ঘণ্টা বাজিয়ে করা হয় এই উৎসবের সূচনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, দমকলমন্ত্রী সুজিত বসু সহ অন্যান্য বিধায়ক ও পৌর প্রতিনিধিরা। এদিন এই উৎসবের সূচনা হলেও রাজ্যের নানা প্রান্তে বেশ কিছুদিন ধরে চলবে এই যাত্রা উৎসব বিভিন্ন মঞ্চে অনুষ্ঠিত হবে নানা যাত্রা পালা।

Dilip Ghosh : ‘কুন্তলকে এখন অনেকেই চিনতে পারছেন না…’, শুভেন্দুর পাশে দাঁড়িয়ে জবাব দিলীপের
ফলে যাত্রাশিল্প আগের থেকে অনেকটাই বিস্তার লাভ করেছে বলে জানালেন মন্ত্রী অরূপ বিশ্বাস। এমনকি যাত্রা শিল্পীদের পাশে দাঁড়াতে সরকারের তরফ থেকে ১০০০ টাকা যাত্রা শিল্পীদের হাতে ভাতা তুলে দেওয়া হয় বলেও জানান মন্ত্রী। পাশাপাশি গ্রাম ছাড়িয়ে এখন শহর ও শহরতলীতেও যাত্রা পৌঁছে গিয়েছে, বহু মানুষ এখন এই যাত্রা দেখেন বলেও জানান মন্ত্রী। এদিনের যাত্রা উৎসব ঘিরে যাত্রা শিল্পী সহ দর্শক ও সাধারণ মানুষের মধ্যে এক আলাদা উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে। গোটা এলাকা সাজিয়ে তোলা হয়েছে পাশাপাশি বেশ কয়েকটি যাত্রাপালা এই মঞ্চে অনুষ্ঠিত হবে বলেও জানা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *