Bhangar TMC-ISF Clash : নওশাদের পর ভাঙর থেকে গ্রেফতার ISF নেতা, এলাকায় চাঞ্চল্য – bhangar isf leader arrested monday for involved in clash with trinamool congress


West Bengal Local News : তৃণমূল-BJP সংঘর্ষ ঘিরে বেশ কয়েকদিন ধরে উত্তপ্ত ভাঙর। শনিবার আইএসএফের প্রতিষ্ঠা দিবসের দিন পতাকা লাগানোকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় ভাঙড়ে। সোমবার রাতে আইএসএফ নেতা ফিরোজ জামানকে আটক করেছে কাশিপুর থানার পুলিশ। এই নিয়ে ফের ভাঙরে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, সোমবার রাতে ভাঙরের বিজয়গঞ্জ বাজার থেকে এই নেতাকে আটক করে কাশিপুর থানার পুলিশ। কিছুখনের মধ্যেই কলকাতা লেদার কম্পলেক্স থানার পুলিশ (Kolkata Leather Complex Police Station) এসে কাশীপুর থানা থেকে আটক হওয়া আইএসএফ নেতাকে সেখান থেকে নিয়ে যায়। ধৃত শেখ ফিরোজ জাহানের বাড়ি ভাঙরের পানা পুকুর এলাকায়। শনিবার হাতিশাল সিক্স লেনে তৃণমূল-ISF রাজনৈতিক সংঘর্ষের কারণে এই নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। একের এক আইএসএফ কর্মীর গ্রেফতারির কারণে ভাঙড়ে এখনও থমথমে পরিস্থিতি।

Bhangar ISF TMC Clash: তপ্ত ভাঙড়ে আরাবুলের বাড়ির পিছনে তাজা বোমা, গ্রেফতার ৩
আইএসএফের প্রতিষ্ঠা দিবসে তৃণমূলের সঙ্গে সংষর্ষের আঁচ কলকাতাতেও পড়েছে। ভাঙড়ে সংঘর্ষের পরই কলকাতার ধর্মতলা মোড় অবরোধ করেন আইএসএফ নেতা-কর্মীরা। নেতৃত্বে ছিলেন আইএসফ বিধয়াক নওশাদ সিদ্দিকি। এই ঘটনায় রীতিমতো রণক্ষেত্র হয়ে ওঠে ধর্মতলা চত্বর। ব্যাপক লাঠি চার্জ শুরু করে কলকাতা পুলিশ। অবরোধকারী আইএসএফ কর্মী সমর্থকদের ছত্রভঙ্গ করার পর একমাত্র আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকেও গ্রেফতার করে পুলিশ। তাঁর পাশাপাশি বেশ কিছু আইএসএফ সমর্থককেও গ্রেফতার করা হয়েছে। এখনও পুলিশ হেফাজতে রয়েছেন আইএসএফ বিধায়ক। তাঁর জামিনের আবেদন খারিজ করে আদালত তাঁকে ১ ফেব্রুয়ারি অবধি পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।

ISF Protest In Kolkata : বাতিল প্রতিবাদ কর্মসূচি, ভাঙড় শান্ত রাখতে তৎপর শাসক দল
অন্যদিকে সংঘর্ষের পর ভাঙড়ের পরিস্থিতি যথেষ্টই থমথমে। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। ভাঙড়, কাশীপুর এবং কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ এলাকায় ক্রমাগত টহলদারি চালাচ্ছে। আদলত থেকে বেরিয়ে পুলিশ ভ্যানে ওঠার সময় রাজ্য সরকারকে ঝাঁঝালো আক্রমণ করেন ভাঙড়ের বিধায়ক। মানুষের হয়ে লড়াই চালিয়ে যাবেন, এমনটাই জানিয়েছেন তিনি।

Nawsad Siddiqui : জামিনের আবেদন খারিজ, ১ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতে বিধায়ক নওশাদ সহ ১৯
অন্যদিকে ভাঙড়ের ঘটনা নিয়ে সোমবার প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামের নেতৃত্বে বৈঠকে বসেছিল তৃণমূল। সেই বৈঠকে ভাঙড়ে একটি মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। জানা গিয়েছে, বুধবার ভাঙড়ে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের (Firhad Hakim) নেতৃত্বে হবে মিছিল। যে হাতিশাল এলাকায় সংঘর্ষ হয়েছিল। সেখানেই মিছিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভাঙর পরিস্থিতি এখন কোন দিকে যায় সেটাই দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *