BJP : ডেবরায় বিজেপি জেলা সভাপতির বিরুদ্ধে পোস্টার, অভিযোগের তির ​তৃণমূলের দিকে – west medinipur poster against bjp district president


Paschim Medinipur : এবার বিজেপির জেলা সভাপতির নামে পোস্টার। চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায় (Debra)। কে বা কারা এই পোস্টার লাগিয়েছে সে বিষয়ে গুঞ্জন শুরু হয়েছে এলাকায়। পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলা বিজেপি সভাপতি তন্ময় দাসের নাম ধরে হুঁশিয়ারি দেওয়া হয়েছে পোস্টারে। তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। মঙ্গলবার ডেবরা ব্লকের গোলগ্ৰাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন জায়গায় দেখা যায় BJP বিরোধী বেশ কিছু পোস্টার। তবে পোষ্টারের নিচে লেখা রয়েছে ‘বিজেপি বাঁচাও’ ট্যাগলাইন। জেলা সভাপতি তন্ময় দাসকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে ওই পোস্টারে। শুধু তাই নয় বিজেপির একাধিক দলীয় সিদ্ধান্তকে ধিক্কারও জানানো হয়েছে ওই পোস্টারে। গোলগ্রাম ব্লকের একাধিক এলাকায় দেখা যায় এই পোস্টার। যদিও পোস্টার ঘিরে এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির জেলা সভাপতি তন্ময় দাসের দাবি, “তৃণমূল (TMC) উদ্দ্যেশ্য প্রণোদিতভাবে এই পোস্টার লাগিয়েছে।” যদিও, অতীতের উদাহরণ টেনে এনে গোটা ঘটনায় বিজেপির গোষ্ঠী কোন্দলকেই দায়ি করছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

Purba Medinipur : লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ২ তৃণমূল নেতার বিরুদ্ধে পোস্টার পাঁশকুড়ায়
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাতের অন্ধকারে কেউ বা কারা এই পোস্টার লাগিয়ে চলে গিয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় থানায় অভিযোগ জানানো হবে বলে জানিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। প্রসঙ্গত, গত ডিসেম্বর মাসে বিজেপি বিধায়কের ছবি সহ ‘সন্ধান চাই’ পোস্টার ঘিরে চাঞ্চল্য বাঁকুড়া জেলার কোতুলপুরের চাতরা রামাই পণ্ডিত কলেজ এলাকায়। পোস্টারে কারও নাম না থাকায় কে বা কারা ওই পোস্টার দিল বিষয়টি স্পষ্ট নয় কারও কাছেই। পোস্টারে লেখা হয়, ছাত্র ছাত্রীদের স্কলারশিপের আবেদনে বিধায়কের সইয়ের প্রয়োজন। ‘কোতুলপুর বিধানসভা এলাকা ঘুরেও বিধায়কের দেখা পাই নাই। তাই নিখোঁজ বিধায়কের সন্ধান চাই’। যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন বিজেপি বিধায়ক। এর পিছনে তৃণমূলের হাত রয়েছে বলে দাবি করেন তিনি।

Didir Doot : ‘টাকা কোথায়?’ ‘দিদির দূত’ কর্মসূচির আগেই নির্মল মাজির নামে পোস্টার
প্রসঙ্গত, গত নভেম্বর মাসেই পশ্চিম মেদিনীপুর জেলায় মেদিনীপুর সদর বিজেপি কার্যালয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন জেলা বিজেপির দুই গুরুত্বপূর্ণ নেতা। রবিবার ঘাটাল সাংগঠনিক জেলার এক নেতাকে সুর চড়াতে শোনা যায় দলের একাংশের বিরুদ্ধেই। এরইমধ্যে গড়বেতায় ফের উঠে আসে বিজেপির গোষ্ঠীকোন্দলের অভিযোগ। বিজেপির গড়বেতা মধ্যমণ্ডলের সভাপতি ঠাকুর দাস মিদ্যার সঙ্গে কার্যত হাতাহাতি হয় জেলা বিজেপির সহ সভাপতি শঙ্কর গুছাইতের। বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সদস্য তথা চন্দ্রকোণার পর্যবেক্ষক শান্তিময় অভিযোগ করেন দলের রাশ রয়েছে অপরিপক্ব, দলবদল করা নেতাদের হাতে। এরপরই রবিবার সন্ধ্যায় গড়বেতার আমলাগোড়া শ্যাম সংঘ ভবনে সংগঠনের কর্মীদের নিয়ে বৈঠকে ঝামেলার অভিযোগ ওঠে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *