এবার মাঝ নদীতেও চুরি! রবিবার রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনা ( South 24 Parganas) জেলার সাগরে (Sagar)। বিলাসবহুল আরভি কালওয়া পান্ডওয়া নামের ক্রুজ কাকদ্বীপের (Kakdwip) লট নম্বর আট ও সাগরের কচুবেড়িয়ার মাঝামাঝি মুড়িগঙ্গা নদীতে অবস্থান করার সময় কিছু দুষ্কৃতী এই ক্রুজে উঠে লুঠপাট চালায় বলে অভিযোগ। ঘটনার সময় ওই ক্রুজে ১৮ জন মহিলা সহ ৪৩ জন পর্যটক ছিলেন বলে জানা গিয়েছে। এই বিলাসবহুল ক্রুজটি তাঁরা কলকাতা থেকে ভাড়া করেছিলেন। অভিযোগ, সেই সময় ক্রুজের নিরাপত্তার সমস্ত দায়িত্ব নিয়েছিল সংশ্লিষ্ট সংস্থা। সেক্ষেত্রে কীভাবে এই ঘটনা? প্রশ্ন তুলছেন তাঁরা। ক্রুজ কলকাতা ছেড়ে যখন সাগরের কাছে আছে সেই সময় যন্ত্রচালিত নৌকায় করে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা ক্রুজে ওঠে। এদিকে ওই ক্রুজের ভেতরে ঘটনার সময় বাউল গানের অনুষ্ঠান চলছিল। পর্যটক সেই অনুষ্ঠান উপভোগ করছিলেন। অভিযোগ সেই সুযোগটাকে কাজে লাগিয়ে সকলের চোখ এড়িয়ে একাধিক রুমে লুটপাট চালায় দুষ্কৃতীরা। এই ঘটনায় সোনার গয়না, নগদ বেশ কিছু অর্থ ও গুরুত্বপূর্ণ নথিপত্র খোওয়া যায় পর্যটকদের।
Ganga Vilas Cruise Stuck: মোদীর সাধের রিভার ক্রুজ যাত্রায় বিপত্তি, নদীতে চরায় আটকে গেল প্রমোদতরী
ঘটনার পর সোমবার দুপুরে সাগর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন ক্রুজের যাত্রীরা। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কিন্তু, কীভাবে নদীর মাঝখানে পর্যটকদের ক্রুজে এই ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উড়তে শুরু করেছে। ঘটনার পর সরাসরি ক্রুজ বুকিংকারী এজেন্টদের দিকে আঙুল তুলেছেন যাত্রীরা। এই ঘটনা প্রসঙ্গে ওই ক্রুজের মধ্যে থাকা এক যাত্রী জ্ঞানপ্রকাশ বাগ জানিয়েছেন, যখন তাঁরা এই প্রমোদতরীটি বুক করেছিলেন সেই সময় নিরাপত্তার সমস্ত দায়িত্ব নিয়েছিল ওই সংস্থা। কিন্তু মাঝপথে এমন ঘটনা ঘটায় খুবই অসুবিধার মধ্যে পড়েছেন তারা। নিরাপত্তায় কেন খামতি রাখা হল? যাত্রীরা তুলেছেন সেই প্রশ্নও। এই ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেজন্য দুষ্কৃতীদের পাকড়াও করতে থানায় অভিযোগ জানিয়েছেন তাঁরা। এই ঘটনার পর যাত্রীরা আতঙ্কে রয়েছেন।
Ganga Vilas Cruise not stuck: নদীর চরে আটকায়নি প্রমোদতরী, জানাল ‘গঙ্গা বিলাস’-র পরিচালন সংস্থা
ওই ক্রুজের এক যাত্রী বলেন, “অত্যন্ত ভালো একটা সময় কাটাচ্ছিলাম। গান চলছিল। কিন্তু, হঠাৎ করে এই ঘটনা। জলেও আমরা সুরক্ষিত নই! অনেকের অনেক জিনিস ছিনতাই হয়েছে। এই ধরনের ঘটনার মুখোমুখি হতে হবে তা স্বপ্নেও ভাবতে পারিনি। আমরা পুলিশে অভিযোগ জানিয়েছি। দোষীদের খুঁজে বার করে শাস্তি দেওয়া হোক এটাই চাইছি।” পুরো ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।