শ্লীলতাহানির প্রতিবাদ করায় মদ্যপ যুবকদের হাতে ব্যক্তির মৃত্যুর ঘটনায় সোমবার পরিবারের লোকজন দুই অভিযুক্তদের বিরুদ্ধে শ্যামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। মৃতের পরিবারের বয়ান ও অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে ৩৪১, ৩২৫, ৩০৮, ৩০২, পকসো ৮, ৩৪ ধারায় মামলা রুজু করেছে।
তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করে এক অভিযুক্তকে। ধৃতকে মঙ্গলবার উলুবেড়িয়া আদালতে (Uluberia Court) তোলা হলে বিচারক তাকে পাঁচদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এদিকে মঙ্গলবার উলুবেড়িয়া মেডিকেল কলেজে ময়নাতদন্তের পর পুলিশ পরিবারের হাতে মৃতদেহ তুলে দেন। সন্ধ্যায় এলাকায় মৃতদেহ পৌছালে ক্ষোভে ফেটে পড়ে এলাকার বাসিন্দারা। তারা গোবিন্দপুর বড়িতলায় শবদেহ বহনকারী শকট থেকে মৃতদেহ রাস্তায় নামিয়ে বিক্ষোভ দেখাতে থাকে।
এলাকাবাসীর অভিযোগ, ঘটনায় দুইজন নয়, তিনজন যুক্ত আছে। তাদের অভিযোগ, বহুদিন ধরে বিভিন্ন অসামাজিক কাজে যুক্ত এই তিনজন। এলাকায় তাঁরা চোলাই মদের ব্যবসা চালান বলে অভিযোগ এলাকাবাসীর। এছাড়া দিনভর এলাকায় দাদাগিরি চালানোর অভিযোগ। এই প্রথম নয়, কেউ প্রতিবাদ করলে তাঁকে বরাবরই মারধর করার অভিযোগ উঠেছে ওই তিন অভিযুক্তের বিরুদ্ধে। অবিলম্বে সকল দোষীদের গ্রেফতারের দাবি জানান বাসিন্দারা। প্রায় ঘণ্টাখানেক বিক্ষোভ চলার পর পুলিশ দোষীদের গ্রেফতারের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এই ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিরোধীরা। এলাকার আইনশৃঙ্খলা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।