Howrah News: চোলাইয়ের ব্যবসা থেকে এলাকায় দাদাগিরি! শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে ফুঁসছে হাওড়া – man lost live to save his daughter people of howrah showing agitation in demand accused arrest


West Bengal Local News ২০১১ সালে বারাসতে রাজীব দাস থেকে ২০১৫ সালকিয়ায় অরূপ ভাণ্ডারীর স্মৃতি ফিরে এল হাওড়ার শ্যামপুরে। রবিবার রাতে শ্যামপুরের গোবিন্দপুরে মেয়ের শ্লীলতাহানির প্রতিবাদ করায় মদ্যপ যুবকদের হাতে বাবার মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে শ্যামপুর।

রবিবার রাতে শ্যামপুরে গোবিন্দপুরে শ্লীলতাহানির শিকার হন দশম শ্রেণীর ছাত্রী। পাড়ার তিন মদ্যপ যুবকের বিরুদ্ধেই অভিযোগ। মেয়ের সম্ভ্রম বাঁচাতে গিয়ে দুষ্কৃতীদের হাতে বেধড়ক মার খেয়ে মৃত্যু ব্যক্তির। জানা গিয়েছে, টিউশন থেকে সাইকেলে ফিরছিলেন নাবালিকা। সেসময় রাস্তা রুখে দাঁড়ায় তিন দুষ্কৃতী। তারা দশম শ্রেণীর ওই ছাত্রীকে হাত ধরে টানাটানি করতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে দৌড়ে আসে কিশোরীর বাবা। তখন বাধা পেয়ে দশম শ্রেণীর ছাত্রীকে ছেড়ে ওই ব্যক্তিরে মারধর শুরু করে ওই মদ্যপ যুবকেরা। ওই মারধরেই মৃত্যু হয় কিশোরীর বাবার বলে অভিযোগ।

Howrah News: ইভটিজিংয়ের শিকার মেয়ে, প্রতিবাদ করতেই বেধড়ক মার! মৃত্যু ব্যক্তির

শ্লীলতাহানির প্রতিবাদ করায় মদ্যপ যুবকদের হাতে ব্যক্তির মৃত্যুর ঘটনায় সোমবার পরিবারের লোকজন দুই অভিযুক্তদের বিরুদ্ধে শ্যামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। মৃতের পরিবারের বয়ান ও অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে ৩৪১, ৩২৫, ৩০৮, ৩০২, পকসো ৮, ৩৪ ধারায় মামলা রুজু করেছে।

তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করে এক অভিযুক্তকে। ধৃতকে মঙ্গলবার উলুবেড়িয়া আদালতে (Uluberia Court) তোলা হলে বিচারক তাকে পাঁচদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এদিকে মঙ্গলবার উলুবেড়িয়া মেডিকেল কলেজে ময়নাতদন্তের পর পুলিশ পরিবারের হাতে মৃতদেহ তুলে দেন। সন্ধ্যায় এলাকায় মৃতদেহ পৌছালে ক্ষোভে ফেটে পড়ে এলাকার বাসিন্দারা। তারা গোবিন্দপুর বড়িতলায় শবদেহ বহনকারী শকট থেকে মৃতদেহ রাস্তায় নামিয়ে বিক্ষোভ দেখাতে থাকে।

Cooch Behar News : সংগীতানুষ্ঠানে গান গাইতে নিয়ে যাওয়ার অছিলায় ‘গণধর্ষণ’-এর অভিযোগ! চাঞ্চল্য কোচবিহারে

এলাকাবাসীর অভিযোগ, ঘটনায় দুইজন নয়, তিনজন যুক্ত আছে। তাদের অভিযোগ, বহুদিন ধরে বিভিন্ন অসামাজিক কাজে যুক্ত এই তিনজন। এলাকায় তাঁরা চোলাই মদের ব্যবসা চালান বলে অভিযোগ এলাকাবাসীর। এছাড়া দিনভর এলাকায় দাদাগিরি চালানোর অভিযোগ। এই প্রথম নয়, কেউ প্রতিবাদ করলে তাঁকে বরাবরই মারধর করার অভিযোগ উঠেছে ওই তিন অভিযুক্তের বিরুদ্ধে। অবিলম্বে সকল দোষীদের গ্রেফতারের দাবি জানান বাসিন্দারা। প্রায় ঘণ্টাখানেক বিক্ষোভ চলার পর পুলিশ দোষীদের গ্রেফতারের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এই ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিরোধীরা। এলাকার আইনশৃঙ্খলা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *