নজরে পেনড্রাইভ, জোড়া ডায়রির সাংকেতিক চিহ্ন এবং হোয়াটসঅ্যাপ চ্যাট
তাপস মণ্ডল (Tapas Mondal) এবং নীলাদ্রি ঘোষ নামে জনৈক ব্যক্তি তাঁর থেকে টাকা তুলেছে বলে অভিযোগ কুন্তল ঘোষ। ৫০ হাজার টাকা তাপস মণ্ডলকে দেওয়া হয়েছিল বলেও দাবি করেন কুন্তল। তাঁর ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে জোড়া ডায়েরি উদ্ধার করেছে ED। যেখানে সাংকেতিক ভাষায় কিছু নির্দেশিকা রয়েছে। যেগুলি ডিকোড করার চেষ্টা করছেন তদন্তকারীরা। এছাড়াও কুন্তল এবং তাপসের মধ্যে বেশ কিছু হোয়াটসঅ্যাপ চালাচালি হয়েছিল। যেগুলি ইতিমধ্যেই ডিলিট করে দেওয়া হয়েছে। সেগুলিও উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে। তার মধ্যেই কুন্তলের বেডরুমের মধ্যে একটি ড্রয়ার থেকে পলিথিনে মোড়া তিনটি পেনড্রাইভ উদ্ধার হয়েছে। লুকিয়ে রাখা এই পেনড্রাইভ বাজেয়াপ্ত করা হয়েছে। ED-র প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই তিনটি পেনড্রাইভে একাধিক ফোল্ডার রয়েছে। যেগুলিও ডিকোডিং চলছে। এছাড়াও তিনটি অডিয়ো ক্লিপ জমা করেছেন কুন্তল ঘোষ। যেগুলির জন্য বিশেষজ্ঞদের ডেকে পাঠানো হয়েছে। কুন্তলের মুখে শোনা গিয়েছিল জনৈক গোপাল দলপতির নামও। আবার ED-র তদন্তকারীরা তাঁকে মেডিক্যাল টেস্টের জন্য নিয়ে যাওয়ার সময়ে তিনি জনৈক নীলাদ্রি ঘোষের নাম বলেছেন। তাঁর দাবি, টাকা নিয়েছেন তাপস, গোপাল, নীলাদ্রি তিনজনই। কে ঠিক কত টাকা নিয়েছে সেই রহস্যের জট খুলতে এই মুখোমুখি জেরা গুরুত্বপূর্ণ বলেই মনে করা হয়েছে।
