Kuntal Ghosh Tapas Mondal : ‘কেন চাইব না…’, দুর্নীতিকাণ্ডে কুন্তলের থেকে টাকা নেওয়ার কথা মানলেন তাপস! – tapas mondal admits he demanded money from kuntal ghosh in teachers recruitment scam case


তাপস মণ্ডলকে (Tapas Mondal) ফের তলব করা হল সিজিও কমপ্লেক্সে (CGO Complex)। সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya) ঘনিষ্ঠ তাপসের বক্তব্য, “টাকা চাইব না কেন? যে টাকা দিয়েছিল, সেই টাকাই ফেরত চাইছি।” যদিও কুন্তল ঘোষের (Kuntal Ghosh) তোলা একাধিক অভিযোগ অস্বীকার করেছেন তাপস। কুন্তলের ফ্ল্যাটে গিয়ে তিনি থাকতেন এবং সেখান থেকেই যাবতীয় টাকার লেনদেন করতেন। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন তাপস। ইডি (ED) সূত্রে খবর পাওয়া গিয়েছে, মঙ্গলবার সকাল থেকেই আলাদাভাবে তাপস মণ্ডলকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তাঁর বয়ান রেকর্ডও করা হবে। বেলা ১২টার পর কুন্তলের সঙ্গে তাঁকে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে। দুই পক্ষের একাধিক দাবি সে ক্ষেত্রে খতিয়ে দেখা সুবিধা হবে। আদৌ কি তাপস মণ্ডল কুন্তলকে ব্ল্যাকমেল করে টাকা তুলত? এই তথ্য উদঘাটনের জন্য তদন্ত জোরকদমে চালানো হচ্ছে বলে জানিয়েছে ইডি।

Kuntal Ghosh : জট কাটাতে মুখোমুখি জেরায় তাপস-কুন্তল ?
নজরে পেনড্রাইভ, জোড়া ডায়রির সাংকেতিক চিহ্ন এবং হোয়াটসঅ্যাপ চ্যাট

তাপস মণ্ডল (Tapas Mondal) এবং নীলাদ্রি ঘোষ নামে জনৈক ব্যক্তি তাঁর থেকে টাকা তুলেছে বলে অভিযোগ কুন্তল ঘোষ। ৫০ হাজার টাকা তাপস মণ্ডলকে দেওয়া হয়েছিল বলেও দাবি করেন কুন্তল। তাঁর ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে জোড়া ডায়েরি উদ্ধার করেছে ED। যেখানে সাংকেতিক ভাষায় কিছু নির্দেশিকা রয়েছে। যেগুলি ডিকোড করার চেষ্টা করছেন তদন্তকারীরা। এছাড়াও কুন্তল এবং তাপসের মধ্যে বেশ কিছু হোয়াটসঅ্যাপ চালাচালি হয়েছিল। যেগুলি ইতিমধ্যেই ডিলিট করে দেওয়া হয়েছে। সেগুলিও উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে। তার মধ্যেই কুন্তলের বেডরুমের মধ্যে একটি ড্রয়ার থেকে পলিথিনে মোড়া তিনটি পেনড্রাইভ উদ্ধার হয়েছে। লুকিয়ে রাখা এই পেনড্রাইভ বাজেয়াপ্ত করা হয়েছে। ED-র প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই তিনটি পেনড্রাইভে একাধিক ফোল্ডার রয়েছে। যেগুলিও ডিকোডিং চলছে। এছাড়াও তিনটি অডিয়ো ক্লিপ জমা করেছেন কুন্তল ঘোষ। যেগুলির জন্য বিশেষজ্ঞদের ডেকে পাঠানো হয়েছে। কুন্তলের মুখে শোনা গিয়েছিল জনৈক গোপাল দলপতির নামও। আবার ED-র তদন্তকারীরা তাঁকে মেডিক্যাল টেস্টের জন্য নিয়ে যাওয়ার সময়ে তিনি জনৈক নীলাদ্রি ঘোষের নাম বলেছেন। তাঁর দাবি, টাকা নিয়েছেন তাপস, গোপাল, নীলাদ্রি তিনজনই। কে ঠিক কত টাকা নিয়েছে সেই রহস্যের জট খুলতে এই মুখোমুখি জেরা গুরুত্বপূর্ণ বলেই মনে করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *