বিজেপির জনসভায় উপস্থিত কর্মী সমর্থকদের উদ্দেশে আত্মবিশ্বাসের বার্তা দেন মিঠুন। এবারের পঞ্চায়েত নির্বাচনে বিজেপিই ক্ষমতায় আসবে এই বিষয়ে কার্যত আত্মবিশ্বাসের সুর শোনা যায় মিঠুন চক্রবর্তীর গলায়। তিনি বলেন, ‘আমরা এমন একটা দল আমরা যদি পঞ্চায়েতে ক্ষমতায় আসি তাহলে সবকটা কাচা বাড়ি পাকা হবে। আর প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দিয়েই হবে। বিশ্বাসঘাতকদের বিশ্বাস করবেন না। লোকসভা তো দূরে থাক পঞ্চায়েতে এবার আমরা ক্ষমতায় আসব।’ এদিনের জনসভায় উপস্থিত ছিলেন, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার সহ রাজ্য ও জেলা বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্ব।
এদিন জাতি-ধর্ম নির্বিশেষে সকলের কাছে পৌঁছনোর বার্তা দিয়েছেন মিঠুন। নাম না করে দিদির দূত কর্মসূচি নিয়েও খোঁচা দিতে ছাড়েননি মিঠুন। তিনি বলেন, ‘গণ্ডগোল আছে বলে যেখানে যাচ্ছে সেখানেই বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে। বলে আমি কিছু বুঝি না। বেশি না বোঝাই ভালো। বেশি বুঝলেই চুরি করতে হবে।’ জনতার উদ্দেশে মিঠুন বলেন, ‘জাতি-ধর্ম বা বর্ণ নির্বিশেষে সকলকে বিজেপিকে ভোট দিকে হবে। তৃণমূল, বিজেপি, সিপিএম সবার নিচুতলার কর্মীদের কাছে আবেদন রইল। এই পঞ্চায়েত ভোটে বিজেপিকে জেতাতে হবে। বিজেপি জিতলে সব কাঁচা বাড়ি পাকা হবে। আর মিঠুন চক্রবর্তী চেয়ার নিয়ে বসে সকলের নাম লিখবে।’