Purba Medinipur : ঘন কুয়াশায় হল কাল! হলদিয়ায় ট্রেনের ধাক্কায় মৃত ভ্যানচালক – one person lost life due local train hit at mahishadal


West Bengal News : ভোরের দিকে ঘন কুয়াশার (Fog) জেরে পশ্চিমবঙ্গের পাশাপাশি গোটা দেশেই ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে ট্রেন চলাচল। অনেক সময় রেলওয়ে ট্র্যাকের (Railway Track) ওপর কিছুই দেখতে পাচ্ছেন না চালক। আর তার জেরে জীবন দিয়ে মাশুল দিতে হচ্ছে কিছু সাধারন মানুষকে। মঙ্গলবার সকালে এমনই এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলার মহিষাদল (Mahishadal)। ঘন কুয়াশার (Fog) কারণে মহিষাদলের (Mahishadal) লক্ষ্যায় যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় মৃত্যু হল একজনের।

Basanti Road Accident : ঘন কুয়াশার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উলটে গেল ট্যাক্সি, মর্মান্তিক দুর্ঘটনা বাসন্তীতে
এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। ঘটনাটি ঘটেছে হলদিয়া (Haldia) মেচেদা রেললাইনের মহিষাদল ও বড়দা স্টেশনের মাঝে লক্ষ্যা রেল ক্রশিংয়ের কাছে। দুই ব্যক্তি একটি মেশিন ভ্যানে কিছু জিনিসপত্র নিয়ে রেল লাইন (Railway Track) পারাপার করার সময় হলদিয়াগামী একটি প্যাসেঞ্জার ট্রেনের (Local Train) ধাক্কায় মৃত্যু হয় একজনের।

Railway Bridge : রেল ব্রিজ থেকে ঝরে পড়ল মুহুর্মুহু পাথর, অবাক কাণ্ড মহিষাদলে
মঙ্গলবার সকালের এই দুর্ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ধাক্কা মারার পরেই ট্র্যাকেই দাঁড়িয়ে যায় ট্রেনটি। যার জেরে অনেকক্ষণ ব্যাহত হয় ট্রেন চলাচল। এই দুর্ঘটনা সম্পর্কে জানাতে গিয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, “ভোর বেলায় আমি রেল লাইনের দিকে হাঁটতে এসেছিলাম। সেই সময়েই আমার চোখের সামনে এই দুর্ঘটনা ঘটে। আজ সকালে ঘন কুয়াশা ছিল এই এলাকায়। যার জেরে ওই দুই ব্যক্তি রেল লাইন পেরোনোর সময় ট্রেন যে সামনে চলে এসেছে তা বুঝতে পারেননি। যখন এত ঘন কুয়াশা ছিল, তখন ট্রেন চালকের আর একটু সতর্ক হওয়া উচিত ছিল।” এই দুর্ঘটনার জন্য রেল দফতরের গাফিলতিকেই দায়ী করছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

NJP Station : NJP স্টেশনে ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত জওয়ান, আতঙ্কে যাত্রীরা
ঘন কুয়াশার জেরে ট্রেন দুর্ঘটনা, আর তার জেরে সাধারন মানুষের মৃত্যু এই শীতে প্রথমবার নয়। গত বছরের ডিসেম্বর মাসের শেষের দিকে ঠিক একইরকম দুর্ঘটনার জেরে প্রান হারাতে হয় এক ব্যক্তিকে। দুর্ঘটনাটি ঘটে মেচেদা রেল স্টেশন থেকে ২ কিলোমিটার দূরে। কাকভোরে ঘন কুয়াশার মধ্যে প্রাতঃকৃত্য সারতে রেল লাইনের ধারে এসেছিলেন ওই ব্যক্তি। ঘন কুয়াশার জেরে কখন যে ট্রেন কাছে এসে পড়েছে তা বুঝতে না পারার মাশুল দিতে হয় ওই ব্যক্তিকে। ওই জায়গা থেকে সরে যাওয়ার সময়টুকু না পেয়ে ট্রেনের ধাক্কায় প্রান হারান ওই ব্যক্তি। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ওই লাইনে ব্যাহত হয় ট্রেন চলাচল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *