Railway Bridge : রেল ব্রিজ থেকে ঝরে পড়ল মুহুর্মুহু পাথর, অবাক কাণ্ড মহিষাদলে – stone fallen from railway bridge at mahishadal


West Bengal News : তলা দিয়ে চলাচল করছে গাড়ি। উপরে রেলব্রিজ থেকে মুহুর্মুহু ঝরে পড়ছে পাথর। আচমকা এই দৃশ্য দেখে দাঁড়িয়ে পড়েন অনেকেই। বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল যাত্রীরা। ঘটনা মহিষাদলের (Mahishadal) সতীশ সামন্ত হল্ট স্টেশনের কাছে। রেলওয়ে সূত্রে জানা গিয়েছে, রেল লাইনের ধারে পাথর বিছানোর কাজ চলছিল। হিজলি ক্যানেল ব্রিজের উপর দিয়ে মালবাহী রেলগাড়ি যাওয়ার সময় পাথর ঝরে পড়ে নিচে। তবে ঘটনায় কেউ হতাহত হননি বলে খবর।

Kolaghat Road Accident : কোলাঘাটে ট্রাকের পেছনে ধাক্কা পিক আপ ভ্যানের, ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যুও
চলন্ত মালগাড়ি থেকে হুড়মুড়িয়ে ছড়িয়ে পড়ল বিপুল পরিমাণে পাথরের টুকরো। ঘটনাটি নজরে আসতেই স্টেশনের কাছে কর্মরত দুই রেলওয়ে শ্রমিক দ্রুত রাস্তায় নেমে যান চলাচল বন্ধ করে দেয়। গতি কমে যায় মালগাড়িরও। সোমবার দুপুর নাগাদ মহিষাদলের (Mahishadal) সতীশ সামন্ত হল্ট স্টেশনের কাছে এমনি চাঞ্চল্যকর ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে যায়। মুহূর্তেই ট্রেন লাইনের নীচ থেকে প্রচুর পরিমাণে গাড়ি, মোটর বাইক ও পথচারি যাতায়াত করছিলেন। তবে অল্পের জন্য কেউ হতাহত হয়নি বলেই প্রাথমিক ভাবে জানা গিয়েছে। পরবর্তী সময়ে রেল কর্তৃপক্ষ রাস্তায় পড়ে যাওয়া পাথরের টুকরো পরিষ্কার করে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করে।

NJP to Howrah Vande Bharat Express : দরজা ধরে ঝুলে বন্দে ভারতে ওঠার চেষ্টা, যাত্রীর প্রাণ বাঁচাল RPF
তবে রেলওয়ে সূত্রে জানানো হয়েছে, সতীশ সামন্ত হল্ট স্টেশনের কাছে রেল লাইনের ধারে পাথর বিছানোর কাজ চলছিল। সেই সময় একটি মালবাহী গাড়ি যাওয়ার কারণে অসাবধনতাবশত কিছু পাথর উপরের রেলব্রিজ (Railway Bridge) থেকে নিচে পড়ে যায়। সেই সময় নিচ দিয়ে কিছু গাড়ি চলাচল করছিল। তবে হঠাৎ করে উপর থেকে পাথর পড়তে থাকায় হতচকিত হয়ে যান স্থানীয় পথচারি থেকে শুরু করে গাড়ির যাত্রীরাও। সঙ্গে সঙ্গে নিচে নেমে আসেন কিছু রেলকর্মী। তবে গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Malda Railway Station : চলন্ত ট্রেনে উঠতে গিয়ে বিপত্তি, RPF-এর তৎপরতায় প্রাণে বাঁচলেন বৃদ্ধ দম্পতি
স্থানীয় বাসিন্দারা জানান, নিত্যদিন রেল ব্রিজের তলা থেকে প্রচুর যাত্রী যাতায়াত করেন। একাধিক যান চলাচল করে। এরকমভাবে অসাবধনতাবশত পাথর মাথায় পড়ে গিয়ে কোনও মানুষ গুরুতর আহত হতে পারতেন। কোনও বড় দুর্ঘটনা ঘটতে পারত। সেক্ষেত্রে এরকম ধরনের কাজের সময় রেলের তরফে আরও বেশি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বলে জানান স্থানীয় বাসিন্দারা। উল্টোদিকে, রেলের তরফে জানান হয়েছে, কিছু অসতর্কতার কারণে কিছু পাথর উপর থেকে এসে পড়ে। রেল কর্তৃপক্ষ রাস্তায় পড়ে যাওয়া পাথরের টুকরো পরিষ্কার করে দেয়। মালগাড়ির গতিও সেই সময় কমিয়ে দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই রাস্তায় যান চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়। আগামী দিনে এরকম ত্রুটি যাতে না হয়, সে ব্যাপারে আশ্বাস দেওয়া হয় রেলের তরফে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *