Rakhi Sawant: বাচ্চাদের হাতে ৫০০-র নোট গুঁজে দিলেন রাখি! কেন জানুন – indian dancer rakhi sawant gives 500 rupees note to the road side child


জীবনের এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। আদিলের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন তো আছেই, সেই সঙ্গে মাও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এমন সময়ে বার বার রাখির পাশে দেখা যাচ্ছে বন্ধুকে, কিন্তু নেই আদিলের দেখা। রবিবার মুম্বইয়ে বাচ্চাদের একটি হোমে পৌঁছে গিয়েছিলেন রাখি। মানুষের সেবা করে যদি মায়ের প্রাণ বাঁচানো যায় এই আশায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *