Salman Khan: সুভাষ ঘাইয়ের জন্মদিনেও শো স্টিলার ভাইজান! – bollywood celebrities including salman khan attends the birthday party of hindi film maker subash ghai


Embed

২৩ জানুয়ারি সুভাষ ঘাইয়ের (Subhash Ghai) ৭৮তম জন্মদিন ছিল। সেই উপলক্ষ্যে প্রায় অর্ধেক বলিউড হাজির হয়েছিল তাঁর পার্টিতে। কিন্তু সাংবাদিকদের সঙ্গে কেক কাটার সময়ে সুভাষ ঘাইয়ের হাত ধরে থাকলেন কে? স্বয়ং সলমান খান। কেক কাটা তো হল… কিন্তু তারপর লাইমলাইট সোজা ঘুরে গেল ভাইজানের (Salman Khan) দিকেই। ভিড়ে দাঁড়িয়ে থাকা দুই খুদে ফ্যানকে কাছে ডেকে নিলেন। ছবি তুললেন সময় দিয়ে। আর এই ভিডিয়ো সামনে আসতেই ফের একবার সোশ্যাল মিডিয়ায় (Social Media) শোরগোল পড়ে গেল ভাইজানের জন্যে…দেখুন সেই ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *