Saraswati Pujo 2022 : সরস্বতী পুজোর দাবিতে তুমুল বিক্ষোভ পড়ুয়াদের, হাওড়ার ইংরেজি মাধ্যম স্কুলে ব্যাপক উত্তেজনা – howrah english medium school students demanded saraswati pujo and protested near school


West Bengal News: দু’দিন পরে সরস্বতী পুজো। ইতিমধ্যেই স্কুল, কলেজের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজোর প্রস্তুতি তুঙ্গে। এবার সরস্বতী পুজো করতে না দেওয়ার অভিযোগে হাওড়ার (Howrah District) একটি ইংরেজি মাধ্যম স্কুলে উত্তেজনা ছড়িয়েছে। পড়ুয়াদের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ পুজো করার অনুমতি দিচ্ছে না। স্কুল পড়ুয়ারা জানিয়েছে, আগেও এই স্কুলে সরস্বতী পুজো হয়েছিল কিন্তু, কোনও এক অদ্ভূত কারণে এবছর পুজোর অনুমতি দেওয়া হচ্ছে না। এই ঘটনাকে কেন্দ্র করে স্কুলের গেটের সামনে উত্তেজনা ছড়ায়। পুজো করার দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন পড়ুয়ারা। স্কুলের এক শিক্ষিকা এসে ছাত্রদের পরিষ্কারভাবে জানান, যে ইংরেজি মাধ্যম স্কুলে সরস্বতী পুজো হয় না। সেই কারণে স্কুলে পুজো করার কোনও অনুমতি দেওয়া হবে না। স্কুলের এই দাবি মেনে নিতে পারেনি ছাত্ররা। তাঁরাও ক্রমাগত বিক্ষোভ দেখাতে শুরু করে।

Saraswati Puja In Kolkata: বিদ্যার চেয়েও পার্থর টাকার ভারে হেলেছে দাঁড়িপাল্লা, সব দেখছেন অর্পিতা! সরস্বতী পুজোর থিম ঘিরে তোলপাড়
স্কুল পড়ুয়ারা রীতিমতো হাতে পোস্টার নিয়ে গেটের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের দাবি, আশেপাশে সব স্কুল-কলেজে সরস্বতী পুজো হবে যখন, তখন এই স্কুলে হবে না কেন। পড়ুয়াদের চিৎকার চেঁচামেচিতে স্থানীয় এলাকায় উত্তেজনা ছড়ায়।

Basant Panchami 2023: বসন্ত পঞ্চমীতেই কেন হয় সরস্বতী পুজো? জানুন এই দিনের মাহাত্ম্য
স্কুল পড়ুয়া আয়ূষ সাউ বলে ‘আমাদের স্কুলে সরস্বতী পুজো কেন হবে না? আমাদের স্কুলে ইফতার পার্টি হলে পুজোয় আপত্তি কোথায়? আমাদের স্কুলে সব অনুষ্ঠান হয়েছে। আগে দু’বছর সরস্বতী পুজোও হয়েছে। আমাদের অধিকার আছে স্কুলে পুজো করার। আমাদের স্কুলে এটা শেষ বছর, আমরা চাই স্কুলে পুজো হোক। আমাদেক সাসেপন্ড করে দেওয়া, পরীক্ষায় না বসতে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এমনকী আমাদের অভিভাবকদেরও ফোন করা হচ্ছে। আমরা স্কুলে কোনও ভাঙচুর করছি না। আমরা শান্তিতে স্কুলে সরস্বতী পুজো চাই। আমাদের আর কোনও দাবি নেই।’

Saraswati Puja 2023 : সরস্বতী পুজোর টেন্ডারে কলেজেও
স্কুলের আরেক পড়ুয়া জানিয়েছে, ‘আমার দাদাও এই স্কুলে পড়ত। ২০১৯ ওঁদেরও লড়াই করে এখানে সরস্বতী পুজো করাতে হয়েছে। স্কুল সবসময়ই পুজোর বিরোধিতা করে। হাওড়া ৯০ শতাংশ স্কুলে সরস্বতী পুজো হয়। এখানেও আমার পুজো চাই। স্কুল কর্তৃপক্ষ আমাদের প্রতিনিয়ত ধমকি দিচ্ছে। দরকার হলে স্কুলে বাইরে সরস্বতী পুজো হবে।’ উল্লেখ্য, সরস্বতী পুজোকে কেন্দ্র করে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়েও উত্তেজনা ছড়িয়েছে। কর্তৃপক্ষ রাজি না হলেও পুজোর করার দাবিতে অনড় তৃণমূল ছাত্র পরিষদ। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে আমন্ত্রণপত্রও প্রকাশিত হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *