TMC : পঞ্চায়েত নির্বাচনের আগেই বড় ধাক্কা! পূর্ব মেদিনীপুরে BJP-CPIM ছেড়ে তৃণমূলে ১৫০ পরিবার – east medinipur 150 families members joined trinamool congress from bjp and cpim


Purba Medinipur : পঞ্চায়েত নির্বাচনের আগে দলবদলের খেলা অব্যাহত। বিজেপি, সিপিআইএম, কংগ্রেস ছেড়ে শতাধিক পরিবার যোগ দিল ঘাসফুল শিবিরে। তাও আবার স্বয়ং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) জেলায়। পূর্ব মেদিনীপুরের (East Medinipur) পটাশপুরে (Patashpur TMC) তৃণমূলে আয়োজিত কর্মী সম্মেলনে শতাধিক পরিবারের সদস্যরা মঙ্গলবার তৃণমূলের পতাকা হাতে তুলে নেয়। মঙ্গলবার পটাশপুর ১ নং ব্লকের ব্রজলালপুর গ্রাম পঞ্চায়েতের (Brajalalpur gram panchayat) তারট বুথে বুথ তৃণমূলের কর্মী সম্মেলন ছিল। এই কর্মী সম্মেলনের মঞ্চ থেকে বিজেপি, সিপিএম ও কংগ্রেস থেকে মোট ১৫০ টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করে‌। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন পটাশপুর ১ নং ব্লক তৃণমূলের সভাপতি পীযুষকান্তি পণ্ডা। এদিনকেই তারট বুথ তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) একটি নব নির্মিত কার্যালয়ে উদ্বোধন করে। এছাড়া উপস্থিত ছিলেন পটাশপুর বিধান সভার বিধায়ক উত্তম বারিক,পটাশপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি নমিতা বেরা।

TMC : পঞ্চায়েত নির্বাচনের আগেই বড় ধাক্বা! বালুরঘাটে CPIM-BJP ছেড়ে তৃণমূলে শতাধিক
পঞ্চায়েত নির্বাচনের আর কয়েক মাস বাকি। তার আগে নিজেদের ঘর গুছিয়ে নিতে চাইছে শাসক, বিরোধী উভয় শিবিরই। তবে পূর্ব মেদিনীপুরে জেলার উপর বাড়তি নজর রয়েছে তৃণমূলের। সেক্ষেত্রে এই জেলা থেকে একের পর সমবায় সমিতিতে জয়লাভ এবং মাঝেমধ্যেই ভিন্ন দল ছেড়ে শাসকদলে যোগ দেওয়ার ঘটনা নির্বাচনের আগে তাঁদের বাড়তি অক্সিজেন যোগাচ্ছে বলেই ধারণা তৃণমূলের অন্দরে। নাম না করে এদিন বিরোধী দলনেতাকে কটাক্ষ করেন পটাশপুর বিধান সভার বিধায়ক উত্তম বারিক। তিনি জানান, আগে পটাশপুরে বিরোধী দলকে মিটিং, মিছিল করতে দেওয়া হতো না। কেননা তৎকালীন যে নেতৃত্ব ছিল, তিনি ক্ষমতা হারানোর ভয়ে এটা করতে দিতেন না। এখন তিনি বিজেপিতে যোগদান করেছেন। ভয়-ভীতি থেকে নয়, স্বেচ্ছায় একাধিক পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন বলে দাবি তাঁর।

Co Operative Election Result : পূর্ব মেদিনীপুরে সমবায়ে জয়লাভ তৃণমূলের, খাতা খুলতে পারল না বিরোধীরা
প্রসঙ্গত, গত নভেম্বর মাসেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন বিজেপি নেতা জয়দেব দাস। গত ৫ নভেম্বর নন্দীগ্রামের সোনাচূড়া গ্রামপঞ্চায়েত এলাকার মনসাবাজারে তৃণমূল কংগ্রেসের কর্মী সভায় কুণাল ঘোষের হাত ধরে নতুন দলে যোগ দেন জয়দেব। তাঁর সঙ্গে বহু বিজেপি কর্মীও যোগ দেন। দক্ষিণ মণ্ডলের জয়দেব দাস ছিলেন বিজেপির জেলা কমিটির সদস্য। পাশাপাশি চণ্ডীপুর বিধানসভায় বিজেপির পর্যবেক্ষক। সম্প্রতি দলের সমস্ত পদ থেকে সরে দাঁড়ান তিনি। এরপরেই তিনি তৃণমূযে যোগ দেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *