Uttarpara Municipality : তৃণমূল পরিচালিত পুরসভার সংবর্ধনা অনুষ্ঠানে প্রাক্তন CPIM সাংসদ! সৌজন্যের ছবি হুগলিতে – ex cpim mp santasri chatterjee and trinamool leader dilip yadav share same stage in uttarpara municipality


West Bengal Local News: অভিনব উদ্যোগ নিল হুগলির জেলার উত্তরপাড়া পুরসভা। মঙ্গলবার উত্তরপাড়া পুরসভার উদ্যোগে শহরের চার হাজার প্রবীণ নাগরিকদের সম্বর্ধনা দেওয়া হল। সম্বর্ধনা মঞ্চ থেকে বড় ঘোষণা করলেন পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব। তিনি ঘোষণা করেন, শহরের প্রবীণ নাগরিকদের পুরসভা যেমন সম্বর্ধিত করছে তার পাশাপাশি তাদের আগামী দিনে মহামায়া মাতৃসদনে প্যাথলজিকাল টেস্টের ব্যবস্থাও করা হবে। একই সাথে যে সমস্ত প্রবীণ নাগরিক শহরে একাকী থাকেন তাদের প্রত্যেকদিনের নিত্যনৈমিত্তিক কাজকর্মে সাহায্য করার জন্য পুরসভা বিশেষ টাস্ক ফোর্স তৈরি করবে। এই বিষয়ে পুরসভার বোর্ড মিটিংয়ে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন পুর চেয়ারম্যান।

Jhalda Municipality : ‘ক্ষমতার লড়াইয়ে স্বামীকে হারিয়েছি…’, ভাইস চেয়ারম্যান পদে শপথ নিয়ে মন্তব্য তপন কান্দুর স্ত্রীর
সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে বিভিন্ন জেলায় রাম-বাম জোটের অভিযোগ তুলছে তৃণমূল। কিন্তু এদিন কার্যত সকলকে অবাক করে দিয়ে শহরের প্রবীণ নাগরিক হিসেবে সম্বর্ধনা নিতে উপস্থিত হন শ্রীরামপুরের প্রাক্তন সিপিএম সাংসদ শান্তশ্রী চট্টোপাধ্যায়। তাঁর হাতে সম্বর্ধনা তুলে দেন পৌর প্রধান দিলীপ যাদব। প্রাক্তন সাংসদ শান্তশ্রী চট্টোপাধ্যায় বলেন ‘পুরসভা হচ্ছে স্থানীয় সরকার,এখানে কোন দল হারলো কোন দল জিতল সেটা বড় কথা নয়। আমি যখন মানুষের প্রতিনিধি তখন মানুষের চাহিদাকেই অগ্রাধিকার দিতে হবে।তারপর বাকিটা মানুষ বিচার করবে, মানুষই শেষ কথা বলে।’ তৃণমূল পরিচালিত পুরসভার অনুষ্ঠানে সিপিএমের প্রাক্তন সাংসদের উপস্থিতিতে নতুন জল্পনা শুরু হয়েছে। উত্তরপাড়া পুরসভায় নাগরিক দাবি নিয়ে বিক্ষোভ ডেপুটেশনে কর্মসূচিতে বহুবার অংশ নিতে দেখা গিয়েছে শান্তশ্রী চট্টোপাধ্যায়কে আবার বিপরীত দিকে সিপিএম এর বিরুদ্ধে বহু আন্দোলন করেছেন দিলীপ যাদব। তবে এদিন উত্তরপাড়া জয়কৃষ্ণ লাইব্রেরীতে নাগরিক সম্বর্ধনাএক ফ্রেমে তৃনমূল-সিপিএমের দুই নেতাকে দেখে অবাক স্থানীয়া।

Municipality Tax : ৫০০ টাকা থেকে পুরকর একলাফে ২ লাখ ২০ হাজার! প্রতিবাদ বালুরঘাটে
শ্রীরামপুরের প্রাক্তন সাংসদের ভূয়সী প্রশংসা করেন পুরপ্রধান দিলীপ যাদব। তিনি বলেন, ‘শান্তশ্রী চট্টোপাধ্যায় আমাদের অগ্রজ, এবং এই শহরের অত্যন্ত বিশিষ্ট মানুষ। আমরা কৃতজ্ঞ তিনি এই অনুষ্ঠানে এসেছেন। অন্যান্য প্রবীণ নাগরিকদের সঙ্গে ওনাদের সম্বর্ধনা জানাতে পেরে আমরা অত্যন্ত গর্বিত।’ অনুষ্ঠান শেষে পুরপ্রধান দিলীপ যাদব বলেন, ‘আমরা আগেও প্রবীণের সম্বর্ধনা দিয়েছি। এদিন আমরা চার হাজার মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা করেছি, তাদের শ্রদ্ধা জ্ঞাপন করেছি। যেসব প্রবীণ মানুষরা শারীরিক অসুস্থতা সহ এখানে এসে পৌছতে পারেনি তাদের বাড়ি গিয়ে আমরা সম্বর্ধনা দেব। আগামী একমাস ধরে এই কর্মসূচি চলবে। আগামী দিনে অসহায় প্রবীণদের দেখভালের ক্ষেত্রে আমরা একটি টাস্ক ফোর্স তৈরির চেষ্টা করব এবং মহামায়া হাসপাতালে প্রবীণদের মেডিক্যাল পরীক্ষা যাতে নিখরচায় হয় সেই ব্যবস্থাও করা হবে। ‘



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *