Virat Kohli, Ishan Kishan cold exchange after horrible mix up leads to run out


জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: প্রত্যাশামতোই নিউজিল্যান্ডকে (New Zealand) ৯০ রানে হারিয়ে একদিনের সিরিজ জিতল টিম ইন্ডিয়া (Team India)। একইসঙ্গে ৩-০ ব্যবধানে একদিনের সিরিজ জেতার পর আইসিসি র‍্যাঙ্কিংয়ের (ICC ODI Ranking) শীর্ষে চলে গেল রোহিত শর্মার (Rohit Sharma) দল। তবে ম্যাচ ও সিরিজ জিতলেও, ইন্দোরের (Indore) হোলকার স্টেডিয়ামের (Holkar Cricket Stadium) একটি ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। মঙ্গলবার ভারতীয় দল ব্যাট করার সময় মারাত্মক ভুল করে বসলেন ঈশান কিশান (Ishan Kishan)। বিরাট কোহলি (Virat Kohli) সেই সময় এই বাঁহাতির সঙ্গে ব্যাট করছিলেন। সেই ভিডিয়ো স্বভাবতই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে। 

৩৪.৩ ওভারে এই ঘটনা সবার নজরে আসে। কভারের দিকে ঠেলে এক রান নিতে গিয়ে বিরাটকে ‘কল’ করেন ঈশান। নন-স্ট্রাইকার কোহলিও দৌড় শুরু করেন বিরাট। তবে বল সরাসরি ফিল্ডার হেনরি নিকোলসের হাতে চলে গিয়েছে দেখে ক্রিজে ফেরার চেষ্টা করেন ঈশান। তবে পারেননি। কারণ বিরাট আর নন-স্ট্রাইকার এন্ডে ফিরতে চাননি। ফলে নিজের ভুলের খেসারত দিয়ে ঈশান রান আউট হয়ে সাজঘরের দিকে হাঁটা লাগান। ফলে ২৬৮ রানের মাথায় ৩ উইকেট হারায় ভারত। ঈশান নিজের ভুলে ২৪ বলে ১৭ রানে আউট হয়ে ফিরে যান। 

আরও পড়ুন: Shubman Gill and Rohit Sharma, IND vs NZ: শুভমন-রোহিতের জোড়া শতরানের পর ‘লর্ড শার্দূল’-কুলদীপের দাপুটে বোলিং, কিউইদের চুনকাম করে শীর্ষে ভারত

আরও পড়ুন: Shubman Gill and Babar Azam: এবার বাবর আজমকেও হুঙ্কার দিলেন শুভমন! কিন্তু কীভাবে?

চলতি বছর নিউজিল্যান্ডের আগে শ্রীলঙ্কাকেও (Sri Lanka) হোয়াইটওয়াশ করেছিল টিম ইন্ডিয়া। তবে বিপক্ষকে হেলায় উড়িয়ে দিলেও, ভারতীয় দলের মিডল অর্ডার নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই গেল। ‘মর্নিং শোজ দ্য ডে’। ইংরেজির এই চালু প্রবাদ সবসময় সত্যি হয় না। সেটা নিউজিল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার ব্যাটিং দেখলেই স্পষ্ট হয়ে যায়। বিস্ফোরক মেজাজে প্রথম উইকেটে ২১২ রান তুলে দেন রোহিত ও শুভমন। মনে করা হয়েছিল ফের একবার স্কোরবোর্ডে বড় রান তোলা সময়ের অপেক্ষা। কিন্তু কোথায় কি! বাইশ গজে চূড়ান্ত ব্যর্থ হল ভারতের তারকাখচিত মিডল অর্ডার। ফলে শেষ ১৭৩ রান তুলতে ৮ উইকেট হারাল ভারতীয় দল। তবুও ডেথ ওভারে রুখে দাঁড়ালেন হার্দিক। আর তাই নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৮৫ রান তুলতে পারল ‘মেন ইন ব্লু’ ব্রিগেড।  

শুভমন গিল (Shubman Gill) ও রোহিতের জোড়া শতরানের পর, বল হাতে নজর কাড়লেন শার্দূল ঠাকুর (Shardul Thakur) এবং কুলদীপ যাদব (Kuldeep Yadav)। তাঁকে যোগ্য সঙ্গত দিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ও উমরান মালিক (Umran Malik)। চার বোলারের দাপটে ভারতের কাছে ৯০ রানে হেরে গেল টম ল্যাথামের (Tom Latham) দল। ডেভন কনওয়ে (Devon Conway) মারমুখী মেজাজে ১০০ বলে ১৩৮ রান করলেও লাভ হল না। তাই বিপক্ষকে ২৯৫ রানে অল আউট করে ৯০ রানে ম্যাচ জিতে নেয় ভারত। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *