West Bengal Local News: মুর্শিদাবাদ শ্যুট আউটে গুলিবিদ্ধ তৃণমূল নেতা, অবস্থা আশঙ্কাজনক – tmc leader hit by bullet in shootout at murshidabad


WB Panchayat Election ফের শ্যুট আউট মুর্শিদাবাদে (Murshidabad)। দুস্কৃতীদের হাতে গুলিবিদ্ধ রানিনগর-১ ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আলতাব হোসেন। তাঁকে লক্ষ্য করে মঙ্গলবার সন্ধায় দু’রাউন্ড গুলি ছোড়া হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গিয়েছে। কে, কোন উদ্দেশে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে সে ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ মুর্শিদাবাদ থানার আজিমসরা এলাকায় আলতাব হোসেনকে লক্ষ্য করে গুলি চালানো হয়। দু’রাউন্ড গুলি করে পালিয়ে যায় দুস্কৃতীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আলতাব হোসেনের পিঠে একটা গুলি লাগে। ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে প্রথমে লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

Bardhaman Road Accident : বিয়েবাড়ি যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি, আনন্দ মুহূর্তে বদলে গেল কান্নায়

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় স্কুল শিক্ষক আলতাব হোসেন ২০০৮-১৩ সাল পর্যন্ত রানিনগর-১ ব্লকের লোচনপুর পঞ্চায়েতের প্রধান ছিলেন। ২০১৬ সালে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। লোচনপুর বাড়ি হলেও বর্তমানে তিনি লালবাগে থাকতেন। এদিন সন্ধ্যায় গোপিনাথপুর থেকে মোটর বাইকে লালবাগ ফিরছিলেন। আজিমসরা এলাকায় দুটি মোটর বাইকে চারজন দুস্কৃতী এসে পরপর দুরাউন্ড গুলি চালায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন আলতাব হোসেন। তৃণমূল নেতৃত্বের দাবি, আলতাব হোসেন এলাকায় যথেষ্ট সৎ এবং পরোপকারী ছিলেন। পরিবার ও দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে কোন শত্রু ছিলনা বলে। কে বা করা কী কারনে হামলা চালিয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ।

ISF : স্ত্রীকে নিয়ে কলকাতায় এসে পরে সভায় যোগ, মুর্শিদাবাদ থেকে ধৃত ISF সমর্থক

প্রসঙ্গত, গত অক্টোবর মাসেই উত্তর ২৪ পরগনার জগদ্দল এলাকায় তৃণমূল যুব নেতা রাজ পাণ্ডেকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে তিন দুষ্কৃতীর বিরুদ্ধে। গভীর রাতে জগদ্দল থানার পিছনে তিন শুকিয়া লাইনে কালীপুজোর (Kalipuja 2022) তদারকি করছিলেন রাজ পাণ্ডে। সেই সময় তিন জন দুষ্কৃতী বাইকে চেপে ওই এলাকায় আসে বলে জানা যায়। বাইক থেকে নেমে কার্যত সিনেমার কায়দায় রাজ পান্ডের মাথায় বন্দুক ঠেকায়। দুপক্ষের মধ্যে কথা কাটাকাটিও শুরু হয়। সে সময় রাজ মাথা থেকে বন্দুক সরাতে গেলে গুলি চালিয়ে দেয় দুষ্কৃতীরা। তাঁর হাতে গুলি লাগে বলে জানা যাচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *