Bankura News : ‘জয়েন্ট বিডিও সাহেব বলছি…’, ভুয়ো পরিচয়ে পঞ্চায়েত প্রধান-উপপ্রধানকে ফোন করে টাকা আদায়! তারপর… – four men arrested for using fake identity of joint bdo and extortion of money


West Bengal Local News: পঞ্চায়েতের প্রধান-উপপ্রধানদের উপর অদ্ভূত কায়দায় প্রতারণার চালিয়ে যাচ্ছিল কয়েকজন। সেই প্রতারণা চক্রেরই পর্দাফাঁস করল পুলিশ। চার জনকে গ্রেফতার করেছে বাঁকুড়া জেলা পুলিশ। বুধবার বাঁকুড়া সাইবার থানায় এক সাংবাদিক সম্মেলন করে এই খবর জানান জেলা পুলিশের ডিএসপি সুপ্রকাশ দাস। পুলিশ আধিকারিকদের কাছে গোটা ঘটনার বিবরণ শুনে কার্যত অবাক হয়ে গিয়েছেন অনেকে। ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন, গত ১৬-১৭ জানুয়ারি ওন্দার কল্যাণী গ্রাম পঞ্চায়েত ও বেলিয়াতোড় থানার পিড়াবনী গ্রাম পঞ্চায়েতের প্রধান-উপপ্রধানদের ফোন করে কেউ বা কারা জয়েন্ট বিডিওর পরিচয় দেয়। চাকরি দেওয়ার নাম করে ১ লাখ ৬০ হাজার ও ৪৭ হাজার টাকা নেওয়া হয়। পুলিশ আধিকারিক জানিয়েছেন, শুধু এই দুই প্রধান-উপ প্রধান নন জেলার বেশ কিছু প্রধান উপ প্রধানের কাছে জয়েন্ট বিডিও পরিচয় দিয়ে বিডিও অফিসে চাকরি দেওয়ার নামে টাকা আদায় করা হয়েছে।

Recruitment Scam : আপার প্রাইমারিতে চাকরির নামে লাখ লাখ টাকার প্রতারণা, শিলিগুড়িতে ধৃত স্কুল শিক্ষক
এই খবর আসা মাত্রই ঘটনার তদন্ত নামে পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে তদন্তে নেমে মঙ্গলবার উত্তর ২৪ পরগনার বারাসাত পুলিশ জেলার আমডাঙ্গা, অশোকনগর, হাবড়া, মধ্যমগ্রাম থানা এলাকা থেকে চারজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে তিনটি মোবাইল, একটি ল্যাপটপ উদ্ধার হয়েছে। এই ঘটনায় আরও কয়েক জন যুক্ত রয়েছে বলে জানা গিয়েছে। বুধবার ধৃতদের বাঁকুড়া জেলা আদালতে তোলা হয়। আদালতে তোলার পর নিজেদের হেফাজতে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Justice Rajasekhar Mantha : ‘পুলিশ কি কারও মৌলিক অধিকার কেড়ে নিতে পারে?’, এজলাসে প্রশ্ন বিচারপতি মান্থার
তদন্তে নেমে পুলিশ জানতে পেরে ওন্দার কল্যাণী গ্রাম পঞ্চায়েত ও বেলিয়াতোড় থানার পিড়াবনী গ্রাম পঞ্চায়েতের প্রধান-উপপ্রধানদের মোবাইলে অচেনা নম্বর থেকে ফোন আসে। ফোনের ওপার থেকে একজন নিজেকে জয়েন্ট বিডিও হিসবে পরিচয় দিয়ে জানায় বড়জোড়া ব্লকে আশাকর্মী সহ বেশ কয়েকটি পদে নিয়োগ করা হবে। উপপ্রধানের পরিবারের কাউকে ওই পদের জন্য সুপারিশ করার হলে দ্রুত ওই পদে যোগাযোগ করতে বলা হয়। পঞ্চায়েত প্রধান-উপপ্রধানদের মাধ্যমে কয়েকজন ওই নম্বরে যোদাযোগ করে এবং ডিজিটাল মাধ্যমে কয়েক লক্ষ টাকা পাঠায়।

Maoist Posters : কম্পিউটার সেন্টারে উদ্ধার মাওবাদী পোস্টার! মেদিনীপুরের চাঁদরায় আতঙ্ক
ডেপুটি পুলিশ সুপার (আইনশৃঙ্খলা) সুপ্রকাশ দাস এই প্রসঙ্গে বলেন, ‘শুধু ওন্দা ও বড়জোড়া ব্লকের পঞ্চায়েত সদস্যরা নয় বাঁকুড়া অন্যান্য ব্লকের প্রধান ও উপপ্রধানরাও এই ফোন পেয়েছেন। চারজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পিছনে আরও অনেকে রয়েছেন বলে মনে করা হচ্ছে। ধৃতদের কাছ থেকে ল্যাপটপ ও মোবাইল উদ্ধার করা হয়েছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *